আসতে চলেছে বিশ্বের সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন, দাম হবে 12,000 টাকারও কম

স্মার্টফোন কোম্পানি iQOO কয়েক দিন আগে তাদের ঘরোয়া মার্কেট চীনে 12 জিবি র‍্যাম ও কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 870 চিপসেটযুক্ত iQOO Neo 5 স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনটি পেশ করার পর এবার কোম্পানি আরেকটি নতুন স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে। শোনা যাচ্ছে এই চাইনিজ কোম্পানি খুব তাড়াতাড়ি iQOO U3x নামের নতুন স্মার্টফোন লঞ্চ করবে। আরও জানা গেছে iQOO U3x ফোনটি 5জি সাপোর্টেড লো বাজেট স্মার্টফোন হবে।

একটি লিকের মাধ্যমে iQOO U3x 5G সম্পর্কে জানা গেছে। বলা হয়েছে কোম্পানি iQOO U3x 5G নামের একটি নতুন লো বাজেট 5জি ফোনে কাজ করছে। লিক অনুযায়ী এই ফোনে এন্ট্রি লেভেল স্পেসিফিকেশন দেওয়া হবে। টিপস্টার জানিয়েছেন ফোনটির দাম 1,000 ইউয়ানের আশেপাশে হবে। জানিয়ে রাখি ভারতীয় টাকায় এই দাম 11,000 টাকার কাছাকাছি। এই লিক যদি সত্যি হয় তবে iQOO U3x 5G এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে সস্তা 5জি স্মার্টফোন হতে চলেছে।

লিকে iQOO U3x 5G সম্পর্কে বলা হয়েছে এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 480 চিপসেটে রান করবে। লিক থেকে জানা গেছে এতে 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে দেওয়া হবে। ফোটোগ্রাফির জন্য ফোনের ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সরযুক্ত ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হতে পারে।

iQOO 5 Neo 5G

এই ফোনে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত ও 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.62 ইঞ্চির FHD+ AMOLED স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফোনের ডিসপ্লেতে HDR10+, 120Hz রিফ্রেশরেট, 105% NTSC কালার gamut ও 1,300 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। iQOO Neo 5 5G ফোনটি অক্টাকোর (1 × 3.2GHz + 3 × 2.42GHz + 4 × 1.8GHz Hexa) প্রসেসরযুক্ত 7 ন‍্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 870 চিপসেটে রান করে। গেমিঙের জন্য এতে অতিরিক্ত অ্যাড্রিনো 650 জিপিইউ যোগ করা হয়েছে। এছাড়া এই ফোনে 8GB LPDDR5 RAM এর সঙ্গে 128 GB UFS 3.1 স্টোরেজ এবং 8GB ও 12GB LPDDR5 RAM এর সঙ্গে 256GB UFS 3.1 স্টোরেজ দেওয়া হয়েছে।

ফোটোগ্রাফির জন্য iQOO Neo 5 5G এর ব‍্যাক প‍্যানেলে তিনটি ক‍্যামেরা সেন্সর ও একটি এল‌ইডি ফ্ল‍্যাশসহ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত এবং OIS সাপোর্টেড 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13 মেগাপিক্সেলের 120° FOV আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের মোনো লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য কোম্পানি এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দিয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 66 ওয়াট সুপার ফাস্ট ফ্ল‍্যাশ চার্জ সাপোর্টেড 4,400 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ফোনে ইউএসবি টাইপ সি অডিও ও চার্জিং পোর্ট, স্টেরিও স্পীকার, হাইফাই অডিও, 5G SA / NSA, Dual 4G VoLTE, WiFi 802.11 ac (2.4GHz + 5GHz), GPS / GLONASS, ব্লুটুথ 5.1 ও ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here