8,000mAh ব্যাটারি, 16GB RAM এবং শক্তিশালী স্পেসিফিকেশন সহ চীনে লঞ্চ হল iQOO Z10 Turbo+ 5G

iQOO কোম্পানির হোম মার্কেট চীনে তাদের নতুন iQOO Z10 Turbo+ স্মার্টফোন লঞ্চ করেছে। গত এপ্রিল মাসে লঞ্চ করা iQOO Z10 Turbo এবং Z10 Turbo Pro ফোনের পর এটি এই সিরিজের তৃতীয় স্মার্টফোন। Z10 Turbo+ ফোনে শক্তিশালী 8,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। গেমিঙের জন্য এই ফোনে ইন বিল্ট Q2 গেমিং চিপ দেওয়া হয়েছে। কোম্পানির এই লেটেস্ট ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে আলোচনা করা হল।

iQOO Z10 Turbo+ 5G ফোনের ব্যাটারি

iQOO Z10 Turbo+ 5G ফোনের অন্যতম বড় বিশেষত্ব এই ফোনের 8,000mAh ব্যাটারি। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি একবার ফুল চার্জ করলে 77 ঘণ্টা প্লেব্যাক পাওয়া যায়। ফোনটি 100% চার্জ করলে একটানা 20 ঘণ্টা Honor of Kings খেলা যাবে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। জানিয়ে রাখি সিরিজের Z10 Turbo ফোনে 7,620mAh ব্যাটারি এবং Z10 Turbo Pro ফোনে 7,000mAh ব্যাটারি যোগ করা হয়েছিল। একইসঙ্গে ফোনদুটিতে যথাক্রমে 90W এবং 120W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।

iQOO Z10 Turbo+ 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে

iQOO Z10 Turbo+ 5G ফোনে 2800 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির 1.5K ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 5500nits পীক ব্রাইটনেস এবং 4320Hz PWM ডিমিং সাপোর্ট করে।

পারফরমেন্স

প্রসেসিঙের জন্য iQOO Z10 Turbo+ 5G ফোনে MediaTek Dimensity 9400+ প্রসেসর যোগ করা হয়েছে। 3nm আর্কিটেকচারে তৈরি এই প্রসেসরে 2.4GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A720 থেকে 3.73GHz ক্লক স্পীডযুক্ত Cortex-X925 কোর রয়েছে। জানিয়ে রাখি এখনও পর্যন্ত ভারতে কোনো স্মার্টফোন এই প্রসেসরে সহ লঞ্চ করা হয়নি। প্রসঙ্গত সিরিজের Z10 Turbo ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 8400 প্রসেসর এবং Z10 Turbo Pro ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 4 প্রসেসর দেওয়া হয়েছিল।

মোবাইল গেমারদের জন্য এই ফোনে ইন-বিল্ট Q2 gaming chip যোগ করা হয়েছে। কোম্পানি জানিয়েছে এই ফোনে 144fps ফ্রেম রেটে PUBG Mobile খেলা যাবে। এই ফোনটিতে 7K Ice Dome VC liquid কুলিং সিস্টেম রয়েছে, এর ফলে হেভি গেমিঙের সময় ফোনটি গরম হবে না।

ক্যামেরা

iQOO Z10 Turbo+ 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 50MP Sony LYT600 প্রাইমারি সেন্সর এবং এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

iQOO Z10 Turbo+ 5G ফোনের দাম

চীনে iQOO Z10 Turbo+ 5G ফোনটি মোট চারটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস মডেলে 12GB RAM ও 256GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 2299 ইউয়ান অর্থাৎ প্রায় 27,999 টাকা। ফোনটির 12GB+512GB ভেরিয়েন্ট 2699 ইউয়ান অর্থাৎ প্রায় 32,799 টাকা এবং 16GB+256GB ভেরিয়েন্ট 2499 ইউয়ান অর্থাৎ প্রায় 30,399 টাকা দামে পেশ করা হয়েছে।

iQOO Z10 Turbo+ ফোনটির 16GB RAM ও 512GB স্টোরেজ সহ টপ মডেলের দাম 2999 ইউয়ান রাখা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 36,499 টাকার কাছাকাছি। এই লেটেস্ট ফোনটি Polar Gray, Desert Gold এবং Cloud White কালার অপশনে পেশ করা হয়েছে। ভারতে কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের ফোনগুলি লঞ্চ করা হয়নি, তাই এই নতুন ফোনটিও দেশে পেশ করা হবে না বলেই মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here