দীর্ঘ সমালোচনার পর iQOO ভারতের বাজারে তাদের Z10 সিরিজের আপকামিং iQOO Z10R স্মার্টফোনের লঞ্চ ডেট ঘোষণা করে দিয়েছে। সম্প্রতি আবার এই ফোনটি সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছিল। এক্ষেত্রে শুধুমাত্র “কামিং সুন” সহ ফোনটি দেখানো হয়েছিল। গতকাল নতুন টিজারে লঞ্চ ডেট জানিয়ে দেওয়া হয়েছে। যারা কম দামে শক্তিশালী ব্যাটারি, প্রিমিয়াম ডিসপ্লে ও সুন্দর ক্যামেরা এক্সপেরিয়েন্স সহ স্মার্টফোনের খোঁজ করছেন, তাদের জন্য এই ফোনটি একটি দারুণ অপশন হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ডিটেইলস সম্পর্কে।
iQOO Z10R ফোনের ভারতীয় লঞ্চ ডেট
- iQOO অফিসিয়াল পোস্টার জারি করে ঘোষণা করে জানিয়ে দিয়েছে ভারতে আগামী 24 জুলাই iQOO Z10R ফোনটি লঞ্চ করা হবে। পোস্টার দেখে জানা গেছে, এই ফোনে কোয়াড কার্ভ ডিসপ্লে এবং 4K ভিডিও রেকর্ডিং সাপোর্টেড ফ্রন্ট ও রেয়ার ক্যামেরা থাকবে।
- ফোনটির ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। ডিজাইনের দিক থেকে এটি অনেকটা Vivo V50 ফোনের মতো হতে পারে। এর সঙ্গেই Aura Light রিংও যোগ করা হবে। এর ফলে পোর্ট্রেট ফটোগ্রাফি আরও সুন্দর হয়ে উঠবে।
- ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা এবং ফ্রন্ট প্যানেলে 32MP সেলফি ক্যামেরা দেওয়া হবে, ভ্লগারদের জন্য ফোনটি 4K রেকর্ডিং সাপোর্ট করবে।
iQOO Z10R ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
- ডিসপ্লে: iQOO Z10R ফোনে 6.77-ইঞ্চির Full-HD+ OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।
- প্রসেসর: আগের গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী এই ফোনে MediaTek Dimensity 7400 প্রসেসর যোগ করা হতে পারে।
- স্টোরেজ: আপকামিং iQOO Z10R ফোনে 12GB RAM থাকতে পারে। এখনও পর্যন্ত স্টোরেজ ভেরিয়েন্ট সম্পর্কে কিছু জানা না গেলেও এই ফোনটির 128GB ও 256GB মডেল লঞ্চ করা হতে পারে।
- সফটওয়্যার: iQOO Z10R ফোনটি Android 15 বেসড FunTouch OS 15 অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে।
- ব্যাটারি: iQOO Z10R ফোনটির ব্যাটারি এই ফোনের একটি শক্তিশালী দিক হতে চলেছে। এই ফোনে 90W ফাস্ট চার্জিং ফিচার সহ 6,000mAh ব্যাটারি থাকতে পারে।
iQOO Z10R ফোনের সম্ভাব্য দাম
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত দাম সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে লিক অনুযায়ী ফোনটির দাম 15,000 টাকা থেকে 20,000 টাকার মধ্যে রাখা হতে পারে। এই মিড রেঞ্জ ফোনটি বেশ জনপ্রিয় হবে বলে আশা করা হচ্ছে।











