লঞ্চের আগেই নিজের ক্ষমতা দেখালো iQOO Z5x স্মার্টফোন, Geekbench এ লিস্টেড হলো এই ফোনের স্পেসিফিকেশন্স, দেখে নিন ডিটেইলস

আপকামিং iQOO Z5x স্মার্টফোনটি খুব শীঘ্রই লঞ্চ হতে পারে। iQOO এই স্মার্টফোনটিকে লঞ্চ করার জন্য কোম্পানি চলতি দিনে কড়া প্রস্তুতি নিচ্ছে। এই স্মার্টফোনটি কোম্পানির iQOO Z5 series এর মেম্বার হতে চলেছে। এই স্মার্টফোনটিকে কিছু দিন আগে TENAA তে মডেল নাম্বার V2131A এর সাথে স্পট করা গেছে। এই লিস্টিং থেকে ফোনটির কিছু প্রধান ফিচার এবং ডিজাইন সম্পর্কে জানা গেছে। 91mobiles এই মডেল নাম্বারটিকে Geekbench এ স্পট করেছে। বেঞ্চমার্ক টেস্টিং প্ল‍্যাটফর্মে আপকামিং iQOO Z5x স্মার্টফোনে‌র স্পেসিফিকেশন্স, প্রসেসর, র‍্যাম এবং সফ্টওয়্যার সম্পর্কিত তথ্য জানা গেছে। কোম্পানি আপাতত লঞ্চ ডেটের ঘোষণা করেনি। কিন্তু TENAA এবং Geekbench এর লিস্টিং থেকে iQOO এর আপকামিং স্মার্টফোন সম্পর্কে বহু তথ্য জানা গেছে।

iQOO Z5x এর স্পেসিফিকেশন্স (Geekbench)

Geekbench লিস্টিঙে‌র অনুযায়ী আপকামিং iQOO Z5x স্মার্টফোনটিকে MediaTek MT6877V/ZA চিপসেটে‌র সাথে পেশ করা হবে। মিডিয়াটেকের এই চিপসেট‌টি Dimensity 900 5G SoC যুক্ত। এর আগে Google Play Console এর লিস্টিং থেকেও এটি জানা গেছে। এই স্মার্টফোনটিকে 6GB এর র‍্যামের সাথে Geekbench এ লিস্ট করা হয়েছে। অথচ TENAA সার্টিফিকেশনে এই ফোনটিকে 8GB RAM অপশনে স্পট করা গিয়েছিল। iQOO এর এই ফোনটি Android 11 এ আধারিত সফ্টওয়্যারে রান করবে।

TENAA এর থেকে জানা গেছে যে আপকামিং iQOO Z5x স্মার্টফোনটি‌র সাইজ 163.95 × 75.30 × 8.5mm এবং ওজন মাত্র 169 গ্রাম। এই ফোনটিতে 6.58-ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া থাকতে পারে। আপাতত ফোনটির রিফ্রেশরেট সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। iQOO Z5x স্মার্টফোনটিকে ডুয়াল রেয়ার ক‍্যামেরা সেট‌আপে‌র সাথে পেশ করা হবে, যার মধ্যে প্রাইমারি ক‍্যামেরা 50MP এর হবে এবং 2MP এর সেন্সর দেওয়া হবে। ফোনটির ফ্রন্টে 8 মেগাপিক্সেলের ক‍্যামেরা দেওয়া যেতে পারে।

iQOO Z5x স্মার্টফোনটি কোম্পানির মিডরেঞ্জ iQOO Z5 এর লোয়ার ভার্সন। iQOO Z5 স্মার্টফোনটিকে কোম্পানি কিছু দিন আগেই ভারতে লঞ্চ করেছে। ভারতে এই স্মার্টফোনটিকে 23,990 টাকা দামে শুরুতে পেশ করা হয়েছে। iQOO এর আপকামিং iQOO Z5x স্মার্টফোনটিকে কোম্পানি সর্বপ্রথম হোম মার্কেট চিনে লঞ্চ করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here