জেনে নিন iQOO Z9 5G এর ভারতীয় প্রাইস রেঞ্জ এবং স্পেসিফিকেশন, 12 মার্চ হবে লঞ্চ

আইকু ভারতে তাদের নতুন Z সিরিজের স্মার্টফোন iQOO Z9 5G এর লঞ্চ ডেট ঘোষণা করে দিয়েছে। এই ফোনটি 12 মার্চ লঞ্চ করা হবে। লঞ্চের আগেই লিকের মাধ্যমে এই ফোনের প্রাইস রেঞ্জ এবং স্পেসিফিকেশন জানা গিয়েছে। এই ফোনটি 25 হাজার টাকার রেঞ্জে পেশ করা হবে বলে জানা গেছে। এতে Dimensity 7200 চিপসেট, 5,000mAh ব্যাটারি, 50MP ক্যামেরার মতো বিভিন্ন সুন্দর ফিচার থাকতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে।

iQOO Z9 5G এর ভারতে প্রাইস রেঞ্জ (লিক)

  • সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের মাধ্যমে টিপস্টার Yogesh Brar আপকামিং iQOO Z9 5G স্মার্টফোনটি সম্পর্কে জানিয়েছেন।
  • Yogesh Brar এর পোস্ট অনুযায়ী এই ফোনের দাম 20 থেকে 25 হাজার টাকার মধ্যে হতে পারে।
  • এই দাম ফোনটির বেস মডেলের হবে বলে আশা করা হচ্ছে, তবে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির কয়টি স্টোরেজ মডেল পেশ করা হবে সেই বিষয়ে কিছু জানা যায়নি।

iQOO Z9 5G এর স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: যোগেশ ব্রার জানিয়েছেন আসন্ন iQOO Z9 5G ফোনে FHD+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.6-ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকতে পারে। এতে পাঞ্চ হোল কাটআউট ডিজাইন যোগ করা হতে পারে।
  • প্রসেসর: ব্র্যান্ড জানিয়ে দিয়েছে এই ডিভাইসের প্রসেসর হিসেবে MediaTek Dimensity 7200 যোগ রা হবে এবং টিপস্টারও এটি কনফার্ম করেছেন।
  • ক্যামেরা: লিক অনুযায়ী iQOO Z9 5G ফোনে OIS ফিচারযুক্ত 50MP Sony IMX882 প্রাইমারি ক্যামেরা এবং 2MP সেকেন্ডারি সেন্সর থাকতে পারে।
  • ব্যাটারি: স্মার্টফোনটিতে 44W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
  • ওএস: লিক থেকে জানা গেছে iQOO Z9 5G ফোনটি Android 14 এবং FunTouch OS সহ লঞ্চ করা হবে।

iQOO Z9 5G এর স্পেসিফিকেশন (কনফার্ম)

  • ডিভাইসটি Amazon এবং iQOO এর অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে। এখান থেকে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন জানা গেছে।
  • লিস্টিং অনুযায়ী iQOO Z9 5G স্মার্টফোনটি MediaTek Dimensity 7200 প্রসেসর সহ বাজারে আসবে।
  • iQOO Z9 5G-এ ডুয়াল ক্যামেরা এবং ডুয়াল LED ফ্ল্যাশ থাকবে। এই ফোনটিতে সেগমেন্টের প্রথম Sony IMX882 OIS ক্যামেরা সেন্সর দেখা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here