শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে iQOO Z9x 5G স্মার্টফোন, লিক হল স্পেসিফিকেশন

ভারতে iQOO Z9 স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এবার ভারতে এই সিরিজের নতুন iQOO Z9x 5G স্মার্টফোন লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। জানিয়ে রাখি এই ফোনের সাথেই iQOO Z9 5G এবং iQOO Z9 Turbo 5G ফোন চীনে পেশ করা হবে। তবে লিক অনুযায়ী এখন ভারতে শুধু মাত্র এক্স ভেরিয়েন্ট লঞ্চ করা হবে। এছাড়াও এই ফোনের সমস্ত গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন শেয়ার করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের সম্পূর্ণ ডিটেইলস।

iQOO Z9x 5G এর ভারতে লঞ্চ এবং রেন্ডার (লিক)

  • টিপস্টার সুধাংশু অম্ভোরে সোশ্যাল মিডিয়া ফ্ল্যাটফর্মের মাধ্যমে iQOO Z9x 5G ফোনের স্পেসিফিকেশন শেয়ার করেছে।
  • টিপস্টার গুগলানি এই ফোনের স্পেসিফিকেশন সহ এই শীঘ্রই ভারতে লঞ্চ করা হবে বলে জানিয়েছে।
  • পারস গুগলানি তাঁর এক্স পোস্টে ‘কামিং সুন’ লিখে ভারতের ফ্ল্যাগ ব্যাবহার করেছেন। এর ফলে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই ফোনটি ভারতে লঞ্চ করা হবে।
  • টিপস্টার অনুযায়ী এই ফোনটি নর্দার্ন গ্রিন এবং মিষ্টিক ব্ল্যাক কালার অপশনে লঞ্চ করা হতে পারে।
  • এই ফোনে ইউজারদের 8GB পর্যন্ত RAM এবং 128GB স্টোরেজ দেওয়া হতে পারে।

iQOO Z9x 5G এর স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: লিক অনুযায়ী iQOO Z9x 5G ফোনে 6.72 ইঞ্চির এচডি + এলসিডি ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে 120Hz রিফ্রেশ রেট এবং 1000 নীটস পীক ব্রাইটনেস দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
  • প্রসেসর: এই ফোন প্রসেসিঙের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 চিপসেট সহ লঞ্চ করা হতে পারে।
  • স্টোরেজ: এই ফোনে LPDDR4X RAM + UFS 2.2 স্টোরেজ কম্বিনেশন দেওয়া হবে বলে জানা গেছে।
  • ক্যামেরা: এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি এবং 2 মেগাপিক্সেল অন্য লেন্স দেওয়া হতে পারে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেল ক্যামেরা যোগ করা হতে পারে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 6000mAh ব্যাটারি এবং 44ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ লঞ্চ করা হতে পারে।
  • অন্যান্য: এই ফোনে মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল স্পিকার, জল এবং ধুলো থেকে বাঁচানোর জন্য IP64 রেটিং সহ বিভিন্ন ফিচার দেওয়া হতে পারে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হতে পারে।
  • ওজন এবং ডায়মেনশন: লিক অনুযায়ী iQOO Z9x 5G ফোনে 165.7 x 76 x 7.99mm এবং 199 গ্রাম হবে বলে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here