Home খবর শীঘ্রই লঞ্চ হতে পারে Itel P65+, সার্টিফিকেশন সাইটে হল লিস্টেড

শীঘ্রই লঞ্চ হতে পারে Itel P65+, সার্টিফিকেশন সাইটে হল লিস্টেড

মোবাইল ব্র্যান্ড আইটেল সব সময় তাদের ইউজারদের কম বাজেটের মধ্যে সুন্দর স্পেসিফিকেশন দেওয়ার চেষ্টা করে। এবার ব্র্যান্ডের পক্ষ থেকে Itel P65+ স্মার্টফোন লঞ্চের প্রস্তই নেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত অফিসিয়ালি এই বিষয়ে কিছু জানা যায়নি, তবে EEC সার্টিফিকেশন সাইটে এই ফোনটিকে দেখা গেছে। ফলে এই ফোনটি খুব তাড়াতাড়ি লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

Itel P65+ ফোনের EEC লিস্টিং

itel P55+ ফোনের স্পেসিফিকেশন

জানিয়ে রাখি Itel P65+ ফোনটি আগের মডেল itel P55+ ফোনের সাক্সেসার হিসাবে লঞ্চ করা হবে। তাই এই আপকামিং ফোনে নিশ্চিত কিছু পরিবর্তন হবেই। নিচে itel P55+ ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল।