দেখ নিন ভারতের প্রথম Type-C সহ Keypad Phone, মিটে যাবে চার্জিঙের দুশ্চিন্তা, দামও বাজেটের মধ্যেই

টেক মার্কেটে ফিচার ফোনের ক্ষেত্রে আইটেল একটি জনপ্রিয় নাম। গতকাল কোম্পানি ভারতের বাজারে itel Power 450 নামের একটি নতুন কীপ্যাড ফোন পেশ করেছে। এই ফোনটি ভারতের প্রথম Type-C পোর্ট সহ ফিচার ফোনের স্থান দখল করে নিয়েছে। এই ফোনটি মাত্র 1,449 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

Type-C Keypad Phone

এই ফোনটির সবচেয়ে বড় ফিচার হল এই ফোনের ইউএসবি টাইপ সি পোর্ট। আজ পর্যন্ত ভারতের বাজারে কোনো ফোন ইউএসবি টাইপ সি পোর্ট সহ লঞ্চ করা হয়নি। USB Type-C পোর্ট এখন ইউনিভার্সাল ধরে নেওয়া হয়েছে এবং ভারত সরকারের পক্ষ থেকে এর ব্যাবহারকে প্রাধান্য দেওয়া হচ্ছে। iPhone 15 ​সিরিজের মাধ্যমে Apple এই পোর্ট আপন করে নিয়েছে এবং itel Power 450 ফোনটির মধ্য দিয়ে ফিচার ফোনেও এই পোর্টের ব্যাবহার শুরু হল।

itel Power 450 এর ফিচার

  • itel Power 450 ফোনে King Voice ফিচার দেওয়া হয়েছে, এর ফলে স্ক্রিনের টেক্সট পড়ে শোনানো হয়।
  • এই ফোনে ওপরের প্যানেলে টর্চ লাইট রয়েছে।
  • এতে 3.5mm অডিও জ্যাক যোগ করা হয়েছে।
  • এই ফোনে Wireless FM Radio দেওয়া হয়েছে।
  • এই ফোনটি ইংরেজি, হিন্দি, গুজরাটি, তামিল, তেলুগু, বাংলা, কন্নড়, মালায়ালাম এবং পাঞ্জাবির মতো 9 ভাষা সাপোর্ট করে।

itel Power 450 এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: itel Power 450 ফোনে 2.4 ইঞ্চির কালার ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি কিউভিজিএ স্ক্রিন এবং এর ওপরের দিকে স্পিকার গ্রিল ও নিচে কোম্পানির ব্র্যান্ডিং রয়েছে।
  • প্রসেসর: এই কীপ্যাড ফোনটি মিডিয়াটেক এমটি6261ডি প্রসেসরে কাজ করে। এই প্রসেসর মূলত কীপ্যাড ফোনের জন্য ডিজাইন করা হয়েছে।
  • স্টোরেজ: itel Power 450 ফোনে 8MB RAM রয়েছে। এছাড়া ডেটা সেভ করার জন্য এতে 32GB পর্যন্ত মেমরি কার্ড ব্যাবহার করা যায়।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই লো বাজেট ফোনের ব্যাক প্যানেলে ডিজিটাল ক্যামেরা দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 2,500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি একবার ফুল চার্জ করলে 15 দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম।

itel Power 450 এর দাম

নতুন itel Power 450 ফোনটি Deep blue, Dark Grey এবং Light Green কালারে পেশ করা হয়েছে। এই ফোনটি মাত্র 1,449 টাকা দামে রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here