Jio 4G SIM-এই পাওয়া যাবে 5G সার্ভিস, জেনে নিন বিস্তারিত

গত 1 অক্টোবর দেশে 5G যুগের শুভ সূচনা হয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং IMC 2022 এর মঞ্চে 5G পরিষেবার উদ্বোধন করেছেন। তবে এখনও পর্যন্ত কোনো টেলিকম কোম্পানি তাদের 5G ডেটা বা 5G রিচার্জ প্ল্যান সম্পর্কে কিছু জানায়নি। তবে জিওর চেয়ারম্যান মুকেশ আম্বানি আশ্বাস দিয়েছেন যে গোটা বিশ্বের তুলনায় ভারতের 5G সার্ভিস সস্তা হবে, তিনি বলেছেন, “ভারতের টেলিকম ইতিহাসে 5G রোলআউট কোনো সামান্য ঘটনা নয়। দেশে কিছুটা দেরি করে সূচনা হলেও আমরা বিশ্বের তুলনায় উচ্চ গুণগত মান এবং সস্তা 5G পরিষেবা শুরু করব।” এবার একটি রিপোর্ট থেকে জানা গেছে Jio 5G Service উপভোগের জন্য ইউজারদের সিম পরিবর্তনের দরকার হবে না। অর্থাৎ জিও ইউজাররা তাদের 4G SIM এর মাধ্যমেই 5G Network ব্যাবহার করতে পারবেন। আরও পড়ুন: BGMI India Ban Updates : সরকার এবং ক্রাফ্টন কোম্পানির মধ্যে চলছে মিটিং, খুব শীঘ্রই ফিরে আসতে পারে BGMI

4G SIM-এ চলবে 5G

জিওর একজন এগজিকিউতিভ ইটি টেলিকমের কাছে জানিয়েছেন 5G পরিষেবা পাওয়ার জন্য ইউজারদের জিও সিম বদলানোর দরকার হবে না। তার বদলে এটি একটি অপ্ত-ইন অপশন হবে এবং অটোমেটিকালি গ্রাহকরা 5G নেটওয়ার্কে আপগ্রেড হয়ে যাবেন। জিওর বক্তব্য অনুযায়ী তাদের 5G সার্ভিস আপগ্রেড যোগ্য টেকনোলজি এবং কোম্পানি তাদের বর্তমান 4G টাওয়ারগুলিকেই 5G-তে বদলে দেবে।

2023 এর মধ্যে গোটা দেশে পাওয়া যাবে Jio 5G

মুকেশ আম্বানি ভরসা দিয়েছেন যে খুব তাড়াতাড়ি দেশবাসী সুপারফাস্ট 5G ইন্টারনেট পরিষেবা উপভোগ করতে পারবেন। আগামী দীপাবলির মধ্যে বাছাই করা মেট্রো শহরে এবং 2023 সাল শেষ হওয়ার আগে গোটা দেশের প্রতিটি শহর, প্রতিটি গ্রামে 5G সার্ভিস পাওয়া যাবে। আরও পড়ুন: মঙ্গলযানের সাথে বিচ্ছিন্ন হল যোগাযোগ! শেষ হলো বিশ্বের সবচেয়ে সফল মহাকাশ অভিযান

তিন বছর ধরে চলছে প্রস্ততি

রিলায়েন্স ইন্ডাস্ট্রির এজিএম 2022-এর মঞ্চে Jio 5G সম্পর্কে ঘোষণা করার সময় মুকেশ আম্বানি জানিয়েছিলেন জিও কোম্পানি গত পাঁচ বছর ধরে 5G এর জন্য প্রস্ততি নিচ্ছে। কোম্পানির প্রায় 3000 ইঞ্জিনিয়ারের টীম এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন। মুকেশ আম্বানি জানিয়েছেন Jio 5G এর স্থাপনা গোটা বিশ্বের সবচেয়ে অ্যাডভান্স 5G নেটওয়ার্ক হবে। এতে তাদের এন্ড টু এন্ড 5G স্টেকও থাকবে।

1GB-এরও বেশি স্পীড

জানিয়ে রাখি কয়েক মাস আগে AGM 2022 এর মঞ্চে Jio 5G সম্পর্কে ঘোষণা করার সময় কোম্পানি তাদের Jio True 5G এর স্পীড টেস্ট ডেমনস্ট্রেশন করে দেখিয়েছিল। স্মার্টফোনে এর স্পীড ধরা পড়েছিল 1.09Gbps। কোম্পানির বক্তব্য অনুযায়ী জিও ইউজাররা তাদের 80 শতাংশ ডেটা ভিডিও দেখার জন্য খরচ করেন। তাই Jio True 5G এর মাধ্যমে ইউজাররা 4G এর চেয়েও ভালো ভিডিও স্ট্রিমিং এবং হাই কোয়ালিটি ভিডিও কলিং উপভোগ করতে পারবেন। আরও পড়ুন: লঞ্চ হল Redmi Pad, 8000mAh ব্যাটারি সহ পাবেন 10 ইঞ্চির থেকেও বড় ডিসপ্লে!

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here