1 মাসের রিচার্জ ফ্রি দিচ্ছে Jio, কোম্পানির 9ম বর্ষপূর্তি উপলক্ষে বিনামূল্যে উপহার!

আজকের দিনে দাঁড়িয়ে Reliance Jio ভারতের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি। ইতিমধ্যে কোম্পানির সাবস্ক্রাইবার বেস 500 মিলিয়ন পেরিয়ে গেছে। আগামীকাল অর্থাৎ 5 সেপ্টেম্বর কোম্পানির বাজারে আসার 9 বছর সম্পূর্ণ হবে। বর্তমানে এই টেলিকম কোম্পানি তাদের বর্ষপূর্তি উদযাপন করছে। এই সুযোগে কোম্পানি তাদের গ্ৰাহকদের জন্য ফ্রি ইন্টারনেট ডেটা, বিনামূল্যে ওটিটি সাবস্ক্রিপশন এবং বিভিন্ন আকর্ষণীয় ভাউচারের মতো অজস্র উপহার নিয়ে এসেছে।

কোম্পানির অ্যানিভার্সারি উইকেন্ড অফারে তাদের সমস্ত 5G Smartphone ইউজারদের বিনামূল্যে আনলিমিটেড ইন্টারনেট ডেটা দেওয়া হবে। অর্থাৎ যাদের কাছে একটি 5G স্মার্টফোন এবং তাতে জিও সিম রয়েছে তাঁরা আগামী 5 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন বিনামূল্যে হাই স্পীড ডেটা ব্যাবহার করতে পারবেন। ইউজারদের উপস্থিত প্ল্যানের বাইরে এই ডেটা সম্পূর্ণ আলাদাভাবে পাওয়া যাবে।

এছাড়াও কোম্পানি তাদের 4G স্মার্টফোন ইউজারদের জন্য 39 টাকা দামের একটি ডেটা অ্যাড-অন প্যাক নিয়ে এসেছে। এই প্ল্যানটি রিচার্জ করে প্রতিদিন 3GB করে ডেটা পাওয়া যাবে।

কোম্পানির পক্ষ থেকে জিও অ্যানিভার্সারি ইয়ার অফার‌ও পেশ করা হয়েছে। এই অফারে কোম্পানির ইউজারদের এক মাসের রিচার্জ বিনামূল্যে দেওয়া হচ্ছে। কোম্পানির যেসব ইউজাররা বিগত এক বছর ধরে ক্রমাগত 349 টাকা বা আরও বেশি দামি প্ল্যান রিচার্জ করিয়ে এসেছেন তাদের 13তম মাসের রিচার্জ বিনামূল্যে দেওয়া হবে। এই এক মাসের ফ্রি প্ল্যানের জন্য কোনো অতিরিক্ত দাম দিতে হবে না।

আগামী 5 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত এই এক মাসের ফ্রি আনলিমিটেড ডেটা অফার উপভোগ করা যাবে। যাদের রিচার্জ এই সময়ের মধ্যে শেষ হবে তাদের কোম্পানির পক্ষ থেকে বিনামূল্যে পরবর্তী রিচার্জটি করে দেওয়া হবে। তবে এই সুবিধা শুধুমাত্র সেইসব নির্দিষ্ট ইউজারদের দেওয়া হবে যারা বিগত 12 মাস ধরে প্রত্যেকবার 349 টাকা বা আরও বেশি দামের প্ল্যান রিচার্জ করিয়েছেন।

কোম্পানির Jio Home broadband ইউজারদের জন্য‌ও দারুণ একটি অফার পেশ করা হয়েছে। কোম্পানি আগামী 5 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত মাত্র 1200 টাকার বিনিময়ে 2 মাসের জিও হোম সার্ভিস ফ্রিতে দেবে। এই প্যাকেজে 1,000টির‌ও বেশি TV চ্যানেল, 30mbps স্পীডে আনলিমিটেড ডেটা, 12টি OTT অ্যাপের সাবস্ক্রিপশন এবং ওয়াইফাই 6 রাউটার সহ ফ্রি 4K স্মার্ট সেট-টপ বক্স দেওয়া হবে।

রিলায়েন্স জিওযর পক্ষ থেকে তাদের ইউজারদের শপিং সাইট আমাজন প্রাইম লাইটের 2 মাসের সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। যারা কোম্পানির 349 টাকা দামের প্ল্যানটি রিচার্জ করাবেন তাদের 3,000 টাকার ফ্রি ভাউচার দেওয়া হবে। এর মধ্যে JioSaavn Pro, Zomato, Netmeds, Reliance Digital, AJIO এবং EaseMyTrip এর কুপন ডিসকাউন্ট ভাউচার থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here