আজকের দিনে দাঁড়িয়ে প্রতিটি মানুষই সস্তায় সুন্দর রিচার্জ প্ল্যানের খোঁজ করেন। 200 টাকার চেয়েও কম দামে কলিং, ডেটা ও এসএমএস পেয়ে গেলে তো সোনায় সোহাগা। দেশের সবচেয়ে বড় তিনটি টেলিকম কোম্পানি Jio, Airtel এবং Vodafone Idea (Vi) এর কাছে এই প্রাইস রেঞ্জে এমন কিছু প্ল্যান রয়েছে যেগুলি রিচার্জ করে সমস্ত বেসিক প্রয়োজন মিটে যায়। 10 দিন থেকে শুরু করে 28 দিন পর্যন্ত ভ্যালিডিটির এইসব প্ল্যানে কম টাকা খরচ করে দারুণ বেনিফিট উপভোগ করা যায়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এইসব প্ল্যান সম্পর্কে।
| কোম্পানি | দাম | ভ্যালিডিটি (দিন) | ডেটা | SMS | কলিং | এক্সট্রা বেনিফিট |
|---|---|---|---|---|---|---|
| Airtel | 199 টাকা | 28 | 2GB | 300 | Unlimited | — |
| Jio | 189 টাকা | 28 | 2GB | 300 | Unlimited | JioTV + JioCloud |
| Vi | 189 টাকা | 26 | 1GB | 300 | Unlimited | Vi Movies & TV |
Airtel এর 199 টাকা দামের প্ল্যান
যারা একটি ব্যালেন্সড প্ল্যানের খোঁজ করছেন Airtel এর 199 টাকা দামের প্ল্যানটি তাদের জন্য সেরা। 28 দিন ভ্যালিডিটি সহ এই প্ল্যানে মোট 2GB ডেটা, 300 SMS এবং আনলিমিটেড কলিং পাওয়া যায়। যারা বেশি ডেটা ব্যাবহার করেন না, তবে বেশি পরিমাণে কল করেন তাঁরা এই প্ল্যানটি রিচার্জ করতে পারেন। নেটওয়ার্ক স্টেবিলিটির দিক থেকেও Airtel যথেষ্ট বিশ্বস্ত, তাই নিঃসন্দেহে এই প্ল্যানটি কেনা যায়।
Jio এর 189 টাকা দামের প্ল্যান
200 টাকার চেয়ে কম দামে জিওর কাছে রয়েছে 189 টাকা দামের প্রিপেইড প্ল্যান। এই প্ল্যানে 28 দিনের জন্য মোট 2GB ডেটা, 300 SMS এবং আনলিমিটেড কলিং বেনিফিট পাওয়া যায়। এছাড়াও এতে JioTV এবং JioCloud এর অ্যাক্সেস পাওয়া যায়। এই এক্সট্রা বেনিফিট এই প্ল্যানটিকে অন্যান্য প্ল্যানের চেয়ে আলাদা করে তোলে। এই প্ল্যানটি রিচার্জ করে কল, ডেটা ই এসএমএসের পাশাপাশি ওটিটি কন্টেন্ট ও ক্লাউড স্টোরেজ বেনিফিট উপভোগ করা যাবে।
Vi এর 189 টাকা দামের প্ল্যান
জিওর মতোই Vodafone Idea অর্থাৎ Vi এর কাছেও 189 টাকা দামের একটি প্রিপেইড প্ল্যান রয়েছে। এই প্ল্যানে 26 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। এর সঙ্গে এতে 1GB ডেটা, 300 SMS এবং আনলিমিটেড কলিং উপভোগ করা যায়। প্ল্যানটির ডেটা বেনিফিট কিছুটা কম হলেও, এতে Vi Movies & TV অ্যাপের সাবস্কিপশন পাওয়া যায়, ফলে ইউজাররা কোনো অতিরিক্ত খরচ ছাড়াই মুভি ও শো দেখতে পারবেন। অর্থাৎ কম ডেটা ইউজারদের জন্য এই প্ল্যানটি বেশ ভালো অপশন।
কোন প্ল্যানটি এগিয়ে?
উপরোক্ত তিনটি প্ল্যানের তুলনা করে দেখা যায়, Airtel এর 189 টাকা এবং Jio এর 199 টাকা দামের প্ল্যানের বেনিফিট অনেকটা একই রকম। উভয় প্ল্যানে 2GB ডেটা, 300 SMS এবং আনলিমিটেড কলিং পাওয়া যায়। এক্ষেত্রে JioTV এবং JioCloud সাবস্ক্রিপশনের দৌলতে জিওর প্ল্যানটি বেশি এগিয়ে। অন্যদিকে Vi এর 189 টাকা দামের প্ল্যানে কম ডেটা পাওয়া গেলেও, OTT এন্টারটেইনমেন্ট পাওয়া যায়।









