স্লো ইন্টারনেট স্পীডের সমস্যায় চিন্তিত জিও ইউজারদের জন্য প্রয়োজনীয় তথ্য, এই সেটিং চেঞ্জ করতেই অধিক স্পিডে চলবে নেট

টেলিকম কোম্পানি Reliance Jio শুরু থেকেই নিজের প্রিপেইড বা পোস্টপেইড প্ল্যানের (Jio Prepaid Recharge Plan) সাথে হাই স্পিড ইন্টারনেট (Jio Net) উপলদ্ধ করার জন্য পরিচিতি। কিন্তু কিছু সময় Jio ইউজারদের স্লো ইন্টারনেট পাওয়ার অভিযোগ করতে দেখা যায়। আপনিও যদি Jio ইউজার হয়ে থাকেন এবং আপনার ফোনে‌ও ইন্টারনেট স্পীড স্লো হ‌ওয়া‌র সমস্যা দেখা দেয়, তাহলে এটির দুটি কারণ হতে পারে, প্রথমত আপনি যে জায়গায় নেট ব‍্যবহার করছেন সেই জায়গার নেটওয়ার্ক খারাপ হতে পারে, দ্বিতীয়ত আপনার Android বা iOS ডিভাইসে ভুল Jio APN সেটিং করা হয়েছে। যদিও জিও দাবি করে যে তাদের সিগন্যাল অনেক বেশি দৃঢ়, তারপরেও যদি আপনার ফোনে জিও ইন্টারনেট স্পীড স্লো পেয়ে থাকেন, তাহলে আপনার ফোনের জিও সিমের APN সেটিং ঠিক করতে হবে। এই আর্টিকেলে APN সেটিং বদলানোর পদ্ধতি দেওয়া হয়েছে। আসুন জেনে নেওয়া যাক…

JIO APN

একবার যখন আপনি নিজের মোবাইল ফোনে জিও সিম কার্ড লাগান, তখন নিজে থেকেই সেটি APN সেটিং প্রোভাইডার দ্বারা কনফিগার হয়ে যায়। কিন্তু এর পরেও যদি আপনাকে নেট স্পিডের জন্য সমস্যা হয়, তাহলে হাই স্পিড 4জি ইন্টারনেট উপভোগ করার জন্য আপনার ফোনে জিও নেটওয়ার্কের সঠিক APN সেটিং সেট করা খুবই প্রয়োজন। এই আর্টিকেলে জানানো হবে, যে কিভাবে আপনার ফোনে সঠিক ইন্টারনেট এক্সেসের জন্য জিও এক্সেস পয়েন্ট সেট করতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক।

APN সেটিংস কি?

APN এর পুরো নাম হলো অ্যাকসেস পয়েন্ট নেম (Access Point Name) যেটি সবকটি সেলুলার ডাটা কানেন্টিভিটির প্রধান সেটিং। আপনার ফোন আপনার কেরিয়ারের মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেটের মধ্যের লিংক পর্যন্ত পৌঁছানোর জন্য এই সেটিং করতে হয়। সমস্ত মোবাইল নেটওয়ার্ক কোম্পানি গুলি নিজেদের ইউজারদের ইন্টারনেট সেবা প্রদান করার জন্য বিশেষ APN সেটিং প্রদান করে। সব APN সেটিং গুলি মোবাইলে এইচডি ভিডিও স্ট্রিমিং, অনলাইন গেম খেলা এবং আরও অনেক কিছুর জন্য মোবাইলে ইন্টারনেট স্পীড বাড়াতে সাহায্য করে।

এই পদ্ধতিতে চেঞ্জ করুন Jio APN সেটিং

এখন যখন জেনেই গেছেন, যে APN কি, তাহলে আসুন আগে নিজের ফোনে জিও APN সেটিং চেঞ্জ কিভাবে করা যাবে সেই সম্পর্কে ডিটেইলে বলা যাক। নীচে Android এবং iOS দুটি ডিভাইসে এই সেটিংস বদলানোর পদ্ধতি বলা হয়েছে।

এই পদ্ধতিতে Android ইউজাররা বদলাতে পারবেন Jio APN সেটিং

  1. সর্বপ্রথম নিজের অ্যান্ড্রয়েড ফোনের সেটিঙে যান।
  2. স্ক্রিনে ওয়ারলেস এবং নেটওয়ার্ক (অথবা ওয়াই ফাই নেটওয়ার্ক বা মোবাইল নেটওয়ার্ক) অপশনে ক্লিক করে সিম এবং নেটওয়ার্ক সিলেক্ট করুন।
  3. সিম সেটিঙের Jio 4G SIM স্লোটে ক্লিক করুন।
  4. নতুন ইন্টারনেট সেটিং অ্যাড করার জন্য টপে + সাইনে যান (নোট : APN সেটিংকে ডিফল্ট থেকে রিসেট করার জন্য, স্ক্রিনের উপরে ডান দিকের কোনায় তিনটি বিন্দুকে সিলেক্ট করে ডিফল্টে রিসেট অপশনে ক্লিক করুন)
  5. এরপরে APN ফিল্ডটিকে “JioNet” নামে সেট করে স্ক্রিনের উপরে তিনটি বিন্দুতে গিয়ে সেভ অপশনে ক্লিক করুন। এখন আপনি Android ফোনে হাই স্পিড ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন।
  6. আপনি ফোনটিকে একবার রিস্টার্ট করতে পারলে, আরও ভালো হয়। অন করলেই আপনার ফোনে JIO SIM-এ ইন্টারনেট অন হয়ে যাবে।

এই পদ্ধতিতে iPhone ইউজাররা বদলাতে পারবে Jio APN সেটিং

আকর্ষণীয় ব্যাপার তো এটা, যে আপনার iPhone-এ Jio APN সেটিং চেঞ্জ করার দরকার হবে না, অনেক Apple ডিভাইস APN সেল্ফ ডিটেক্ট করতে পারে এবং মোবাইল ডেটা অ্যাকসেসের জন্য নিজে থেকেই কনফিগার করতে পারে।

নোট: এইরকম ভাবেই আরও অনেক মানুষ অভিযোগ করে, যে মোবাইল অন্য কোনো রাজ্যে (টেলিকম সার্কেল) গেলে নেটওয়ার্ক ভালো ভাবে কাজ করে না। এমতাবস্থায় আপনাকে ডেটা রোমিং সেটিং অন করতে হবে। এর ফলে আপনার জিও সিমে ইন্টারনেট ব‍্যবহার করা যাবে। এছাড়া আপনি যদি সেই মানুষদের মধ্যে এক জন হয়ে থাকেন, যাদের ফোনে জিও ইন্টারনেট ব‍্যবহার করা যাচ্ছে, কিন্তু ডেটা এবং কল কাজ করছে না, তাহলে এইক্ষেত্রে নজর রাখতে হবে যে জিও সিমটি যেনো সিম 1 স্লটে থাকে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here