রিলায়েন্স জিও শুরু থেকেই তাদের গ্ৰাহকদের খুশি করার জন্য নতুন নতুন অফার পেশ করে থাকে। এবার কোম্পানি তাদের Jio Fiber ব্রডব্যান্ড গ্ৰাহকদের জন্য নতুন অফার নিয়ে এসেছে। কোম্পানি তাদের আলাদা আলাদা স্পীড ও বেনিফিটের বার্ষিক প্ল্যানে 30 দিন পর্যন্ত অতিরিক্ত ভ্যালিডিটি দিচ্ছে। অর্থাৎ জিও ফাইবারের যে কোনো লং টার্ম প্ল্যানে এক্সট্রা ভ্যালিডিটি পাওয়া যাচ্ছে। জিও ফাইবার প্ল্যানে ইউজাররা হাই স্পীড ডেটার সঙ্গে আনলিমিটেড ভয়েস কলিং উপভোগ করতে পারবেন।
15 থেকে 30 দিন পর্যন্ত এক্সট্রা ভ্যালিডিটি
জিও ফাইবার গ্ৰাহকরা বার্ষিক প্ল্যান রিচার্জ করলে এই প্ল্যানে তারা এক মাস অর্থাৎ 30 দিনের অতিরিক্ত ফ্রি সার্ভিস পাবেন। এছাড়া কোম্পানির ছয় মাসের প্ল্যানে 15 দিনের এক্সট্রা সার্ভিস পাওয়া যাচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে।
কিভাবে পাওয়া যাবে সার্ভিস?
কোম্পানির এক বছরের জন্য 30Mbps স্পীডের জিও ফাইবার প্ল্যানের জন্য গ্ৰাহকদের 5,694 টাকা দাম দিতে হবে। অর্থাৎ গড়ে প্রতি মাসের খরচ 474 টাকা। কিন্তু নতুন অফারে হিসাব করলে দেখা যায় খরচ পড়ে মাসে মাত্র 438 টাকা করে। তবে খেয়াল রাখতে হবে কোম্পানি এখনও পর্যন্ত জানায়নি এই অফারের ভ্যালিডিটি কত দিন।
399 টাকা এবং 699 টাকা দামের Jio Fiber প্ল্যান
জিও ফাইবারের 399 টাকা দামের প্ল্যানে 30 এমবিপিএস স্পীডে আনলিমিটেড ডেটা পাওয়া যায়। এছাড়া এই প্ল্যানে ইউজাররা আনলিমিটেড ভয়েস কলও উপভোগ করতে পারবেন। অন্যদিকে কোম্পানির 699 টাকার প্ল্যানে 100 এমবিপিএস স্পীডে ট্রুলি আনলিমিটেড ডেটা পাওয়া যায়। একইভাবে এই প্ল্যানেও কমপ্লিমেন্টারি হিসেবে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা দেওয়া হয়।
999 টাকা এবং 1499 টাকা দামের Jio Fiber প্ল্যান
জিও ফাইবারের 999 টাকা এবং 1499 টাকা দামের প্ল্যানের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এই প্ল্যানে বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়। কোম্পানির 999 টাকা দামের প্ল্যানে 150 এমবিপিএস স্পীডে ইন্টারনেট ব্যবহার করা যায়। এছাড়া এই প্ল্যানেও আনলিমিটেড ভয়েস কল উপভোগ করা যায়। আগেই বলা হয়েছে এই প্ল্যানে বিনামূল্যে ওটিটি প্ল্যানের সাবস্ক্রিপশন পাওয়া যায়। প্রসঙ্গত এই প্ল্যানটি রিচার্জ করে মোট 11টি ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন উপভোগ করা যায়। অন্যদিকে কোম্পানির 1,499 টাকা দামের প্ল্যানে 12টি ওটিটি প্ল্যানের সাবস্ক্রিপশন উপভোগ করা যায়। এই প্ল্যানে 300 এমবিপিএস স্পীডে আনলিমিটেড ডেটার পাশাপাশি আনলিমিটেড ভয়েস কল পাওয়া যায়।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন