ভারতের নাম্বার ওয়ান টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও গেমিং প্রেমী ইউজারদের জন্য দুটি নতুন স্পেশাল প্ল্যান লঞ্চ করেছে। নতুন 495 টাকা এবং 545 টাকা দামের এই প্ল্যানদুটি কোম্পানির Jio Gaming Pack ক্যাটাগরিতে পেশ করা হয়েছে। কোম্পানি জানিয়েছে ইউজারদের গেমিং এক্সপেরিয়েন্স আরও সুন্দর করে তোলার উদ্দেশ্যে এই দুটি প্ল্যান ডিজাইন করা হয়েছে। এই প্ল্যানদুটিতে কলিং ও ডেটা বেনিফিটের পাশাপাশি বিভিন্ন গেমিং বেনিফিটও পাওয়া যাবে।
জিওর 495 টাকা দামের গেমিং প্ল্যান
কোম্পানির 495 টাকা দামের প্ল্যানে প্রতিদিন 1.5GB ডেটার সঙ্গে এক্সট্রা 5GB ডেটা পাওয়া যায়। এর সঙ্গে এতে আনলিমিটেড ভয়েস কল পাওয়া যাবে। এই প্ল্যানের সঙ্গে জিও ক্লাউড গেমিং সার্ভিস JioGames Cloud এর সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে, ফলে ইউজাররা হাই-এন্ড ডিভাইস ছাড়াও অনলাইন গেম খেলতে পারবেন। এছাড়াও এই প্ল্যানে BGMI (Battlegrounds Mobile India) এর বিশেষ স্কিন কুপন পাওয়া যাবে।
জিওর 545 টাকা দামের গেমিং প্ল্যান
কোম্পানির 545 টাকা দামের প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা ও আনলিমিটেড 5G ডেটা উপভোগ করা যাবে। তবে এই বেনিফিট উপভোগ করার জন্য ইউজারদের কাছে 5G-সাপোর্টেড ডিভাইস এবং Jio True 5G নেটওয়ার্ক থাকা আবশ্যক। এই প্ল্যানে 495 টাকা দামের প্ল্যানের মতোই কলিং, JioGames Cloud এবং BGMI স্কিন পাওয়া যাবে।
উভয় প্ল্যানের বেনিফিট
কোম্পানি তাদের গেমিং এবং এন্টারটেইনমেন্ট লাভারদের দারুণ বেনিফিট দিচ্ছে। এই দুটি প্ল্যানে ইউজারদের 28 দিনের জন্য বিনামূল্যে JioGames Cloud এবং FanCode সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এতে 500+ হাই ডেফিনেশন প্রিমিয়াম গেম রয়েছে, যা ইউজাররা তাদের PC, ল্যাপটপ, মোবাইল বা জিও সেট-টপ বক্সে ডাউনলোড বা ইনস্টল না করেই সরাসরি খেলা যাবে। এছাড়াও গেমারদের জন্য বিশেষ BGMI কুপন দেওয়া হচ্ছে।
এছাড়াও Jio Unlimited Offer হিসাবে ইউজাররা JioHotstar Mobile/TV এর 90 দিনের সাবস্ক্রিপশন এবং 50GB ফ্রি JioAICloud স্টোরেজ পাওয়া যাবে। প্রসঙ্গত JioHotstar সাবস্ক্রিপশন একবারই পাওয়া যাবে এবং এটি লিমিটেড পিরিয়ড অফার। যেসব ইউজাররা মান্থলি প্ল্যান ব্যাবহার করছেন, তাদের প্ল্যানের ভ্যালিডিটি শেষ হওয়ার 48 ঘণ্টার মধ্যে আবার রিচার্জ করিয়ে নিতে হবে, তবেই তিন মাস পর্যন্ত JioHotstar অ্যাক্সেস করা যাবে।
কোম্পানির ইউজারদের JioHotstar এবং JioAICloud প্ল্যাটফর্মে তাদের এই Jio নাম্বারের মাধ্যমেই লগইন করতে হবে। নির্দিষ্ট প্ল্যানে আনলিমিটেড 5G ডেটা উপভোগ করা যাবে এবং ওপর প্ল্যানের দৈনিক লিমিট শেষ হয়ে যাওয়ার পরেও 64Kbps স্পীডে ডেটা ব্যাবহার করা যাবে।