Spam Call এর হাত থেকে Jio ইউজারদের মুক্তি! এভাবে ব্লক করা যাবে অপ্রয়োজনীয় কল ও ম্যাসেজ

স্প্যাম কল ও ম্যাসেজের হাত থেকে আজকের দিনে দাঁড়িয়ে বাঁচা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে সাইবার স্ক্যামাররা রোবোকলের মতো টেকনোলজি ব্যাবহার করে সাধারণ মানুষদের সঙ্গে জোচ্চুরি করে চলেছে। জিও ইউজারদের এইসব সমস্যা থেকে বাঁচানোর জন্য কোম্পানি একটি নতুন ফিচার চালু করেছে। এই নতুন ফিচারের মাধ্যমে সহজেই ইউজাররা স্প্যাম কল ও ম্যাসেজের হাত থেকে রেহাই পাবেন। চলুন জেনে নেওয়া যাক স্প্যাম কলারদের হাত থেকে বাঁচার জন্য এসব কিভাবে ব্লক করা যায়।

জানিয়ে রাখি Telecom Regulatory Authority of India (TRAI) স্প্যাম কল ও ম্যাসেজের হাত থেকে সাধারণ মানুষদের বাঁচানোর জন্য বিভিন্ন নিয়ম জারি করে চলেছে। এবার জিও তাদের ইউজারদের কথা মাথায় রেখে এই নতুন ফিচার রোলআউট করেছে। এই ফিচার উপভোগ করার জন্য ইউজারদের MyJio app ওপেন করতে হবে। নিচে এই অ্যাপ ব্যাবহার করে স্প্যাম কল ও ম্যাসেজের হাত থেকে বাঁচার পদ্ধতি জানানো হল।

MyJio অ্যাপ কিভাবে সাহায্য করবে?

স্টেপ-1: প্রথমে ফোনে MyJio app ওপেন করতে হবে।
স্টেপ-2: অ্যাপ ওপেন করে More অপশনে যেতে হবে।

স্টেপ-3: More অপশনে ‘Do Note Disturb’ অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ-4: DND অপশনে ফুল ব্লক এবং প্রমোশনাল কমিউনিকেশন ব্লক অপশন রয়েছে। এখানে ইউজারদের নিজের পছন্দ ও সুবিধা অনুযায়ী অপশন সিলেক্ট করতে হবে।

উপরোক্ত স্টেপগুলি ফলো করার পর ইউজারদের নাম্বার থেকে কোম্পানির কাছে DND এর পারমিশন চলে যাবে এবং ইউজারদের একটি এসএমএসের মাধ্যমে এই ডিটেইলস জানিয়ে দেওয়া হবে। রিকোয়েস্ট রেইজ করার 24 ঘন্টার মধ্যে ইউজারদের সিমে DND অ্যাক্টিভেট হয়ে যাবে।

Note: যদি অ্যাপে ব্লক অপশন না আসে তবে প্রথমে MyJio app আপডেট করে নিতে হবে।

জানিয়ে রাখি আজকের দিনে দাঁড়িয়ে স্প্যাম কল ও এসএমএসের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। সম্প্রতি ট্রাই এই জাতীয় সমস্যা থেকে মুক্তির জন্য কড়া পদক্ষেপ গ্রহণ করে 2.75 লক্ষেরও বেশি নাম্বার ডিসকানেক্ট করে দিয়েছে। জিও ইউজারদের এইসব সমস্যা থেকে মুক্তির জন্য কোম্পানি তাদের মাই জিও অ্যাপে এই নতুন ফিচার নিয়ে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here