Realme X এর পর কোম্পানি আনতে চলেছে সবচেয়ে শক্তিশালী ফোন, এতে থাকবে ফ্ল‍্যাগশিপ প্রসেসর

আমেরিকান কোম্পানি কোয়ালকম তাদের নতুন মিড সাইকেল ফ্ল‍্যাগশিপ প্রসেসর স্ন‍্যাপড্রাগন 855 চিপসেট সম্পর্কে ঘোষণা করেছে, এরপর চীনের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি Realme তাদের আগামী স্ন‍্যাপড্রাগন 855 প্লাস পাওয়ারড স্মার্টফোন লঞ্চ সম্পর্কে টিজার জারি করে দিয়েছে। যদিও এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এটা বলা হয়নি যে কোন ফোনে এই প্রসেসর দেওয়া হবে।

Samsung Galaxy Note 10 ও Galaxy Note 10+ এর দাম হলো লিক, লঞ্চ হবে 7 আগস্ট

Realme চীনের মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে একটি পোস্ট করে যেখানে “Hello Snapdragon 855+” লেখা আছে। এই পোস্টের সঙ্গে প্রসেসরের ফোটোও আছে। এর থেকে ধারণা করা যায় আগামী দিনে কোম্পানি স্ন‍্যাপড্রাগন 855 প্লাস প্রসেসরযুক্ত স্মার্টফোন পেশ করতে পারে।

নতুন স্ন‍্যাপড্রাগন 855 প্লাস চিপসেটে শক্তিশালী সিপিইউ এবং অসাধারণ জিপিইউ ব‍্যবহার করা হয়েছে। Realme ছাড়াও আগামী দিনে Xiaomi Black Shark, Nubia Red Magic, Vivo NEX Vivo iQOO তে এই প্রসেসর দেখা যেতে পারে।

বাচ্চার হাতে ছিলো iPhone 6, হঠাৎ করেই ধরে গেল আগুন

কিছু দিন আগে Realme এর সিইও মাধব শেঠ একটি টুইটের মাধ্যমে জানিয়েছিল কোম্পানি আগামী দিনে5G হ‍্যান্ডসেট মার্কেটে আনতে চলেছে। এই টেকনোলজি ভারতেও লঞ্চ করা হবে বলে তিনি তাঁর টুইটে জানান।

আগামী 5জি হ‍্যান্ডসেট সম্পর্কে এখনও পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি। তবে মনে করা হচ্ছে এই স্মার্টফোনে কোয়ালকমের ফ্ল‍্যাগশিপ প্রসেসর স্ন‍্যাপড্রাগন 855 বা স্ন‍্যাপড্রাগন 855 প্লাস ব‍্যবহার করা হতে পারে। স্ন‍্যাপড্রাগন 855 বা 855+ থাকার দরুণ এই ফোনটি ফ্ল‍্যাগশিপ ক‍্যাটাগরিতে লঞ্চ করা হবে।

ভারতে আসতে চলেছে Oppo A9, জানা গেল ওয়েবসাইট থেকে, দাম হবে মাত্র 15,990 টাকা

প্রসঙ্গত কয়েক দিন আগেই কোম্পানি ভারতে Realme XRealme 3i স্মার্টফোন লঞ্চ করেছিল। Realme 3i একটি বাজেট স্মার্টফোন, যার প্রাথমিক দাম 7,999 টাকা। কোম্পানি তাদের Realme X ফোনটি 16,999 টাকা দামে পেশ করেছিল। এই ডিভাইস আগামী 23 জুলাই থেকে ফ্লিপকার্টে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here