Jio নাম্বার পোস্টপেইড থেকে প্রিপেইডে কনভার্ট করার কিছু সহজ পদ্ধতি

ভারতীয় টেলিকম ইন্ডাস্ট্রির সবথেকে বেশি গ্রাহক বর্তমান সময় Mukesh Ambani-এর কোম্পানি Reliance Jio-এর কাছে আছে। TRAI-এর রিপোর্টের মাধ্যমে জানা গিয়েছিল, যে জিওর (Reliance Jio) কাছে মোট 40.6 কোটি ইউজার আছে। এই জন্য কোম্পানি সময় সময়ে প্রিপেড গ্রাহকদের জন্য দারুন প্ল্যান (Jio Plan) পেশ করে। কিন্তু এটা অস্বীকার করা যায় না, যে পোস্টপেইডের থেকে বেশি লাভ প্রিপেইড ইউজাররা পায়। এই জন্যে‌ই এই আর্টিকেলে জিওর পোস্টপেইড নাম্বারকে প্রিপেডে (Jio Postpaid to Prepaid) কনভার্ট করার সম্পূর্ণ পদ্ধতি জানানো হয়েছে।

Jio Postpaid to Prepaid

আমরা আপনাকে যেই পদ্ধতির কথা বলতে চলেছি সেই পদ্ধতি অবলম্বন করে যে কোনো ব‍্যক্তি নিজের জিও পোস্টপেইড নাম্বার প্রিপেইডে কনভার্ট করতে পারবেন। ইউজারদের এই সব করার জন্য কোনো নতুন নাম্বার বা নতুন সিম নেওয়ার প্রয়োজন হবে না। মাত্র 1 ঘণ্টায় ইউজিরের পোস্টপেইড নাম্বার প্রিপেইড হয়ে যাবে। জেনে নিন পদ্ধতি…

Jio postpaid নাম্বার prepaid-এ কনভার্ট করুন

  1. ইউজারদের প্রথমে জিও পোস্টপেইড নাম্বারের সমস্ত বিল ক্লিয়ার করতে হবে।
  2. বিল ক্লিয়ার করার পর ইউজারকে নিজের নিকটবর্তী জিও স্টোরে যেতে হবে।
  3. জিও স্টোরে থাকা জিঝ এক্সিকিউটিভ ইউজারকে সাহায্য করবে।
  4. জিও নাম্বার পোস্ট পেইড থেকে প্রিপেইডে 24-48 ঘণ্টার মধ্যে ট্রান্সফার হয়ে যাবে।
  5. ইউজার J&K-এর নিবাসী হয়ে থাকলে, সেক্ষেত্রে এই প্রসেস সম্পূর্ণ হতে 10 দিন পর্যন্ত সময় লাগতে পারে।
  6. ইঊজারের থেকে এই প্রসেসের জন্য বাড়তি কোনো টাকা নেওয়া হবে না। কিন্তু 99 টাকার প্রাইম মেম্বারশিপ চার্জ এবং রিচার্জের চার্জ ইউজারকে দিতে হবে।

প্রিপেইড নম্বরের সুবিধা

জিও পোস্টপেইড ইউজারদের সিকিউরিটি ডিপোজিট দিতে হয়। যদিও এটি রিফান্ডাবেল প্রাইস। ইউজার যখনই জিও ছাড়বে, তখন তাকে সিকিউরিটি অ্যামাউন্টটি রিফান্ড করে দেওয়া হবে। আপনি যদি এই সিকিউরিটি ডিপোজিট থেকে বাঁচতে চান তাহলে, উপরে দেওয়া স্টেপ গুলি ফলো করুন।

জিও নাম্বার পোস্টপেইড নাকি প্রিপেইড?

বেশিরভাগ ক্ষেত্রে ইউজাররা জানেন না, যে তার জিও নাম্বারটি পোস্টপেইড নাকি প্রিপেইড । এটি জানার পদ্ধতি খুব‌ই সহজ। এর জন্য আপনাকে myjio app-এ গিয়ে My Plan-এ গেলে, সেখানে প্রিপেইড এবং পোস্টপেইডের সমন্ধে জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here