Jio ইউজারদের নিরাশ করল Ambani, চুপিসারে বন্ধ করে দেওয়া হল 3টি জনপ্রিয় প্ল্যান

সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) দেশের সমস্ত টেলিকম কোম্পানিগুলিকে শুধুমাত্র ভয়েস অনলি প্ল্যান চালু করার নির্দেশ দিয়েছে। এইসব প্ল্যানে ডেটা বেনিফিট পাওয়া যাবে না, তবে কল ও SMS এর সুবিধা দেওয়া হবে। এই নির্দেশ মেনে প্রথমে Airtel এবং Jio এর পর এবার Vi তাদের ভয়েস অনলি প্ল্যান পেশ করেছে। তবে এর মধ্যে এয়ারটেলের পথ অনুসরণ করে জিওও তাদের গ্রাহকদের যথেষ্ট হতাশ করেছে। রিলায়েন্স জিও তাদের ₹189, ₹479 এবং ₹1899 দামের তিনটি প্ল্যান বন্ধ করে দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক এর বদলে কোন প্ল্যান পেশ করা হয়েছে এবং এই প্ল্যানগুলিতে কি বেনিফিট পাওয়া যেত।

Jio বন্ধ করল তিনটি প্ল্যান

আমরা আগেই জানানো হয়েছে Jio 189 টাকা, 479 টাকা এবং 1899 টাকা দামের প্ল্যান বন্ধ করে দিয়েছে। এইসব প্ল্যানগুলি মূলত সেইসব ইউজারদের জন্য বেশি উপযোগী ছিল যারা বেশি কল ও কম ডেটা ব্যাবহার করতেন। এইসব প্ল্যানের জায়গায় দুটি নতুন ভয়েস অনলি প্ল্যান পেশ করা হয়েছে।

Jio এর বন্ধ করা প্ল্যানের ডিটেইলস

  1. Jio এর 189 টাকা দামের প্ল্যান: এই প্ল্যানের দাম ছিল 189 টাকা। এই প্ল্যানে 28 দিন ভ্যালিডিটি সহ মোট 2GB ইন্টারনেট ডেটা পাওয়া যেত। এছাড়াও এই প্ল্যানে ফ্রি ভয়েস কল ও মোট 300 এসএমএস দেওয়া হত।
  2. Jio এর 479 টাকা দামের প্ল্যান: এই প্ল্যানের দাম 479 টাকা ছিল। এতে 84 দিনের জন্য মোট 6GB ইন্টারনেট ডেটা দেওয়া হত। এর সঙ্গে এই প্ল্যানে ফ্রি কল ও মোট 1,000 SMS পাওয়া যেত।
  3. Jio এর 1899 টাকা দামের প্ল্যান: 1899 টাকা দামের এই দীর্ঘমেয়াদি প্ল্যানে 336 দিন ভ্যালিডিটি উপভোগ করা যেত। এই প্ল্যানটি রিচার্জ করে মোট 24GB ইন্টারনেট ডেটা পাওয়া যেত। এছাড়াও এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল এবং 3,600 SMSদেওয়া হত।

লঞ্চ হয়েছে দুটি ভয়েস অ্যান্ড এসএমএস অনলি প্ল্যান

  • Jio এর 458 টাকা দামের ভয়েস অনলি প্ল্যান: এই প্ল্যানে 84 দিন ভ্যালিডিটি সহ আনলিমিটেড ভয়েস কল এবং 1200 এসএমএস পাওয়া যায়। এই প্ল্যানটি মূলত ভয়েস কল ইউজারদের জন্য পারফেক্ট। এছাড়াও প্ল্যানটিতে JioTV, JioCloud এবং JioCinema এর মতো বিভিন্ন জিও অ্যাপের অ্যাক্সেস পাওয়া যায়।
  • Jio এর 1,958 টাকা দামের ভয়েস অনলি প্ল্যান: এই প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল এবং 3600 এসএমএস উপভোগ করা যায়। ফলে এই প্ল্যানটি রিচার্জ করে গোটা এক বছর পর্যন্ত যে কোনো নাম্বারে আনলিমিটেড কল করা যায়। এই প্ল্যানের সঙ্গে JioTV, JioCloud এবং JioCinema এর মতো বিভিন্ন জিও অ্যাপের সুবিধা পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here