Jio কিছুদিন আগেই ভারতে নিজের Prepaid Recharge প্ল্যান গুলির দাম বৃদ্ধি করেছিল। এরপরে জিওর সবচেয়ে সস্তা প্ল্যান 155 টাকা থেকে শুরু হয়। ইউজাররা এই ঝাটকা সামলে ওঠার আগেই Reliance Jio নিজের গ্রাহকদের আবার ঝাটকা দিলো। কোম্পানি এখন সেই সব প্ল্যান গুলির দামে 520 টাকা পর্যন্ত বৃদ্ধি করেছে যেইসব প্ল্যানে Disney+ Hotstar এর ফ্রি মোবাইল সাবস্ক্রিপশনের সুবিধা পাওয়া যেতো। আপনাকে মনে করিয়ে দিই যে আগে ডিজনি+ হটস্টারের ফ্রি সাবস্ক্রিপশন অফার করা প্ল্যান গুলি 499 টাকা থেকে শুরু হতো, কিন্তু এখন প্ল্যান গুলি 601 টাকা থেকে শুরু হয়। এই আর্টিকেলে আপনাকে সমস্ত প্ল্যানের সম্পর্কে ডিটেইলে জানানো হবে।
Jio’s new Disney+ Hotstar Mobile prepaid plans
NEW PRICE | OLD PRICE | BENEFITS | VALIDITY |
Rs 601 | Rs 499 | 3GB/day, 6GB additional data, voice calls, 100 SMS per day. | 28 days |
Rs 799 | Rs 666 | 2GB/day, voice calls, 100 SMS per day. | 56 days |
Rs 1,066 | Rs 888 | 2GB/day, 5GB additional data, voice calls, 100 SMS per day, | 84 days |
Rs 3,119 | Rs 2,599 | 2GB/day, 10GB data, voice calls, 100 SMS per day | 365 days |
Rs 659 | Rs 549 | 1.5GB/day | 56 days |
এই গুলি হলো Disney+ Hotstar মোবাইল সাবস্ক্রিপশনের প্ল্যান
Jio এর 601 টাকার প্রিপেইড প্ল্যানে প্রতিদিন গ্রাহকদের 3GB ডেটা, 28 দিন ভ্যালিডিটি, যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100 এসএমএস এবং এক বছরের জন্য Disney+ Hotstar মোবাইলের সাবস্ক্রিপশন পেশ করা হয়। কিন্তু এই প্ল্যানের দাম 499 টাকা ছিল। এর সাথেই এই প্ল্যানটিতে অতিরিক্ত 6GB ডেটা দেওয়া হয়।
Jio এর 799 টাকার প্রিপেইড প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা, 56 দিন ভ্যালিডিটি, যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100 এসএমএস, Jio অ্যাপের অ্যাক্সেস এবং Disney+ Hotstar মোবাইলের সাবস্ক্রিপশন এক বছরের জন্য দেওয়া হয়। এই প্ল্যানটির দাম আগে 666 টাকা ছিল।
Jio এর 888 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানটির দাম এখন 1,066 টাকা হয়ে গেছে। এই প্ল্যানে 84 দিনের ভ্যালিডিটি, প্রতিদিন 2GB ডেটা, যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল, Jio অ্যাপের সুবিধা, অতিরিক্ত 5GB ডেটা, প্রতিদিন 100 SMS এবং Disney+ Hotstar মোবাইলের সাবস্ক্রিপশন এক বছরের জন্য ফ্রিতে দেওয়া হবে।
আবার 2,599 টাকার প্ল্যানটির দাম এখন 3,199 টাকা হয়ে গেছে। এই প্ল্যানটিতে 2GB ডেলি ডেটা, 10GB একস্ট্রা ডেটা, যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল, Jio অ্যাপের অ্যাক্সেস, প্রতিদিন 100 এসএমএস এবং Disney+ Hotstar মোবাইলের বার্ষিক সদস্যতার সুবিধা পাওয়া যাবে।
এছাড়া কোম্পানি 549 টাকার প্ল্যানটির প্রাইস এখন 659 টাকা করে দেওয়া হয়েছে এবং এটি একটি ডেটা-অনলি প্যাক। এই প্ল্যানে ইউজারদের 1.5GB ডেলি ডেটা এবং এক বছরের জন্য Disney+ Hotstar Mobile Subscription পাওয়া যাবে। কিন্তু এই প্ল্যানটিতে ভয়েস কলিঙের কোন সুবিধা পাওয়া যাবে না।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন