Jio এর 98 টাকা দামের রিচার্জ নাকি Vi এর 99 টাকা দামের প্ল‍্যান? জেনে নিন কোনটি এগিয়ে

ভারতের টেলিকম সেক্টরে সমস্ত কোম্পানিগুলি গ্ৰাহকদের আকর্ষণ করার জন্য নতুন নতুন প্ল‍্যান পেশ করে থাকে। প্রতিটি কোম্পানিই কম দামে বেশি বেনিফিট দিয়ে ইউজারদের মন জয় করার চেষ্টা করে থাকে। এই উদ্দেশ্য নিয়েই দেশের অন‍্যতম কোম্পানি ভোডাফোন আইডিয়া কিছু দিন আগে 99 টাকা দামের প্রিপেইড প্ল‍্যান লঞ্চ করেছিল। এই প্ল‍্যানে ফ্রি কলিঙের পাশাপাশি দেওয়া হচ্ছে ডেটা বেনিফিট। মনে করিয়ে দিই, কয়েক সপ্তাহ আগেই আবার দেশের নাম্বার ওয়ান টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও এই এক‌ই দামের আশেপাশে একটি প্ল‍্যান পেশ করেছিল। কোম্পানির পক্ষ থেকে লঞ্চ করা এই নতুন প্ল‍্যানের দাম রাখা হয়েছে 98 টাকা। প্রায় এক‌ই দাম হ‌ওয়ার ফলে আজ আমরা এই দুটি প্ল‍্যানের সমস্ত ডিটেইলস আপনাদের সামনে রাখতে চলেছি। এর পর আপনারা খুব সহজেই বুঝতে পারবেন কোন প্ল‍্যানের বেনিফিট বেশি।

Jio এর 98 টাকা দামের প্ল‍্যান

  • রিলায়েন্স জিওর এই 98টাকা দামের প্রিপেইড প্ল‍্যানের ভ‍্যালিডিটি 14 দিন।
  • এই প্ল‍্যানে ইউজারদের প্রতিদিন 1.5 জিবি করে ডেটা দেওয়া হয়। অর্থাৎ ইউজাররা 14 দিনে মোট 21 জিবি ডেটা উপভোগ করতে পারবেন।
  • এই প্ল‍্যানটি রিচার্জ করে দেশের অন নেট এবং অফ নেট যে কোনো নাম্বারে বিনামূল্যে ভয়েস কল করা যায়।
  • এছাড়াও এই প্ল‍্যানে JioTV, JioCinema, JioNews, JioSecurity, JioCloud সহ কোম্পানির আরও কিছু অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়।

Vi এর 99 টাকা দামের প্ল‍্যান

  • Vi অর্থাৎ ভোডাফোন আইডিয়ার 99 টাকা দামের প্রিপেইড প্ল‍্যানের ভ‍্যালিডিটি 18 দিন।
  • এই প্ল‍্যানে ইউজারদের প্রতিদিন 1 জিবি করে ডেটা দেওয়া হয়। অর্থাৎ সম্পূর্ণ ভ‍্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 18 জিবি ইন্টারনেট ডেটা উপভোগ করা যায়।
  • এই প্ল‍্যানে দেশের সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা পাওয়া যায়।
  • উল্লেখ্য এই প্ল‍্যানটি রিচার্জ করে কোনো এস‌এম‌এস বেনিফিট পাওয়া যায় না।

Note: ভালো করে লক্ষ্য করলে দেখা যায় দুটি প্ল‍্যান‌ই নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে সেরা। জিওর 98 টাকা দামের প্ল‍্যানে 14 দিনে মোট 21 জিবি ডেটা পাওয়া যায়। আবার ভোডাফোন আইডিয়ার 99 টাকা দামের প্রিপেইড প্ল‍্যানে 18 দিনের ভ‍্যালিডিটি সহ মোট 18 জিবি ডেটা উপভোগ করা যায়। জিওর প্ল‍্যানে ভ‍্যালিডিটি কম হলেও ডেটা বেশি। অন‍্যদিকে ভোডাফোন আইডিয়ার প্ল‍্যানের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ উল্টো, ভ‍্যালিডিটি বেশি অথচ ডেটা কম। অর্থাৎ যেসব ইউজার কম ভ‍্যালিডিটি পিরিয়ডের জন্য বেশি ডেটা পছন্দ করেন তাদের জন্য জিওর প্ল‍্যানটি এবং যাদের কম ডেটার সঙ্গে বেশি ভ‍্যালিডিটি প্রয়োজন তাদের জন্য ভোডাফোন আইডিয়ার প্ল‍্যানটি বেস্ট।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here