দিল্লির EV পার্কিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই হল শতাধিক ইলেকট্রিক গাড়ি

ভারতীয় মার্কেটে ইলেকট্রিক গাড়ি প্রবেশ করলেও, EV এর সুদিন আসতে এখনও অনেক দেরি। যদিও ইলেকট্রিক গাড়িগুলি তাদের হাই প্রাইস এর জেরে সাধারণ মানুষের নাগালের থেকে অনেক দূরে আছে। অন্যদিকে ইলেকট্রনিক স্কুটারগুলিতে প্রতিদিন হওয়া দুর্ঘটনাগুলি মানুষকে এই ইলেকট্রিক স্কুটিগুলি থেকে দূরে থাকার জন্য সতর্ক করছে। অতীতে একাধিকবার ইলেকট্রিক গাড়িতে আগুন লেগেছে। এবার দিল্লিতেও এরকম ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল। তবে এবার একটি-দুটি নয়, শতাধিক ইলেকট্রিক গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে দিল্লির জামিয়া নগর ইলেকট্রিক মোটর পার্কিংয়ে।

পুড়ে ছাই ইলেকট্রিক গাড়ি

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, দিল্লি ফায়ার ব্রিগেড ভোর 5টা নাগাদ খবর পায় যে জামিয়া মেট্রোর কাছে থাকা ইলেকট্রিক গাড়ির পার্কিংয়ে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন ভয়াবহ রূপ নিয়ে নিয়েছিল। আগুন এতটাই ভয়াবহ ছিল যে তা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের 11টি গাড়ি লেগেছিল।

ফায়ার সার্ভিস অনুসারে, ইলেকট্রনিক মোটর পার্কিং-এর আগুনে 10 টি গাড়ি, 1টি মোটরসাইকেল, 30টি নতুন ই-রিকশা ও 50টি পুরাতন ই-রিকশাসহ 2টি স্কুটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এই ভয়াবহ দুর্ঘটনায় কোনো মানুষের ক্ষতি হয়নি।

দূর্ঘটনার ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে যে, আগুন এতটাই ভয়াবহ আকার ধারণ করেছিল যে আকাশের অনেক উচ্চতায় কালো ধোঁয়া ছড়িয়ে গেছিল। কয়েক মাইল দূর থেকেই এই ধোঁয়া দেখা যাচ্ছিল। আগুন লাগার কারণ এখনও জানা না গেলেও এই দূর্ঘটনার পর এই ইলেকট্রিক গাড়ি পার্কিং লট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here