লঞ্চ হল JioCinema সাবস্ক্রিপশন প্ল্যান, জেনে নিন ডিটেইলস

Highlights

  • JioCinema প্রিমিয়াম সাবস্ক্রিপশন বার্ষিক প্ল্যানের দাম 999 টাকা।
  • এই প্ল্যানে ইউজাররা একই সাথে 4টি ডিভাইসে তাদের অ্যাকাউন্ট লগইন করতে সক্ষম হবেন।
  • ইউজাররা এতে HBO এবং WB কনটেন্ট স্ট্রিম করতে পারবেন।

অবশেষে JioCinema সাবস্ক্রিপশন প্ল্যান লঞ্চ হয়েছে। অর্থাৎ এখন ইউজারদের Amazon Prime Video, Disney+ Hotstar এবং Netflix-এর মতো Jio সিনেমায় কন্টেন্ট দেখার জন্য টাকা দিতে হবে। এই প্ল্যানের অধীনে কোম্পানি ইউজারদের 12 মাসের জন্য জন্য সাবস্ক্রিপশন উপলব্ধ করেছে। এই পোস্টে আপনাদের এই প্ল্যানের সম্পূর্ণ ডিটেইলস এবং সাবস্ক্রিপশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চান? জেনে নিন সবচেয়ে সহজ পদ্ধতি

JioCinema Premium Plan এর ডিটেইলস

  • Jio Cinema এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যানের দাম 999 টাকা।
  • এটি একটি বার্ষিক প্ল্যান,যেখানে হাই ভিডিও এবং অডিও কোয়ালিটি কন্টেন্ট দেখা যাবে।
  • 999 টাকার JioCinema প্ল্যানে ইউজাররা একই সাথে 4টি ডিভাইসে লগ ইন করতে পারেন।
  • এই মুহূর্তে কোম্পানি শুধুমাত্র একটি প্ল্যান চালু করেছে, তবে আগামী সময়ে আরও প্ল্যান আসতে পারে।
  • প্লে স্টোরে দেওয়া তথ্য অনুসারে Jio Cinema অ্যাপটি এখনও পর্যন্ত 100 মিলিয়নেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে।

নোট: এই প্ল্যানটি কিন্তু বিশেষভাবে HBO এবং WB ইত্যাদির কন্টেন্ট দেখার জন্য পেশ করা হয়েছে। এখন আপনারা IPL 2023 এর সাথে অন্যান্য সিনেমা এবং ওয়েব সিরিজ স্ট্রিম করতে পারবেন।

এইভাবে সাবস্ক্রাইব করা যাবে JioCinema Premium প্ল্যান

  • সবার প্রথমে আপনাকে JioCinema-এর ওয়েবসাইট বা অ্যাপে যেতে হবে এবং ‘Subscribe’ অপশনে ক্লিক করতে হবে।
  • তারপরে আপনাকে সরাসরি JioCinema Premium Subscription page এ নিয়ে যাওয়া হবে।
  • তারপর ‘ Continue and pay Rs 999’ এ ক্লিক করে UPI, ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে।
  • পেমেন্ট করার পরে আপনি Jio সিনেমাতে HBO শো এবং WB সিনেমা দেখতে পারবেন।

Game of Thrones এবং Harry Potter এর মতো কনটেন্ট দেখার জন্য টাকা খরচ করতে হবে

Jio সিনেমার প্রিমিয়াম সাবস্ক্রিপশনে, Game of Thrones, Harry Potter এবং Discovery এর মতো সিনেমা এবং শো দেখার জন্য আপনাকে টাকা দিতে হবে। আগে ডিজনির কাছে Warner Bros এবং HBO-এর কন্টেন্ট স্ট্রিম করার অধিকার ছিল। আরও পড়ুন: জেনে নিন আধার কার্ডের মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার সহজ পদ্ধতি

JioCinema তে উপলব্ধ HBO শো

  • The Last of Us
  • House of the Dragon
  • Chernobyl
  • White House Plumbers
  • White Lotus
  • Mare of Easttown
  • Winning Time
  • Barry
  • Succession
  • Big Little Lies
  • Westworld
  • Silicon Valley
  • True Detective
  • Newsroom
  • Game of Thrones
  • Entourage
  • Curb Your Enthusiasm
  • Perry Mason

2 টাকার প্ল্যানও কি লঞ্চ হবে?

সম্প্রতি একটি লিক ইমেজ থেকে জানা গেছে যে কোম্পানির এই সাবস্ক্রিপশন প্ল্যানের প্রারম্ভিক দাম হবে 2 টাকা। কিন্তু বর্তমানে জানা যাচ্ছে যে কোম্পানি 999 টাকার বার্ষিক প্ল্যান চালু করেছে। তাই এখন প্রশ্ন উঠছে যে 2 টাকা থেকে শুরু হওয়া প্ল্যানের খবরটা কি তাহলে সত্যি ছিল নাকি মিথ্যা। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে OnePlus Nord N30 5G ফোন, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here