50MP ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও Snapdragon 680 চিপসেটসহ ভারতে লঞ্চ হতে চলেছে Vivo Y21T

আগামী 5 জানুয়ারি স্মার্টফোন কোম্পানি ভিভো ভারতে তাদের Vivo V23 সিরিজের স্মার্টফোন লঞ্চ করবে। কোম্পানি দেশের মার্কেটে মিড রেঞ্জ সেগমেন্টের Vivo V23 এবং Vivo V23 Pro লঞ্চের আগে “Vivo Y” সিরিজের একটি বাজেট স্মার্টফোন পেশ করার প্রস্ততি নিচ্ছে। কয়েক দিন আগেই কোম্পানির Vivo Y21T ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন লিক হয়ে গেছে। এবার এই ফোনটির ডিজাইন ও ক্যামেরা ডিটেইলস সম্পর্কে জানা গেছে। চিনের বাজারে এই মাসে অর্থাৎ জানুয়ারি মাসেই এই ফোনটি লঞ্চ করা হতে পারে। লঞ্চের আগেই এই ফোনের দামও লিক হয়ে গেছে।

আরও পড়ুন: Vivo র আসন্ন এই স্মার্টফোনটি দেখেছেন ? মডেলটি যেমন চোখধাঁধানো, তেমনই দুর্দান্ত সব ফিচার

Vivo Y21T এর দাম

টিপসটার মুকুল শর্মা ভিভোর এই আপকামিং ফোনটির দাম সম্পর্কিত তথ্য শেয়ার করেছেন। কোম্পানির এই আগামী ফোনটির 4GB র‍্যাম ও 128GB স্টোরেজ ভেরিয়েন্ট ভারতে 19,990 টাকা দামে লঞ্চ করা হতে পারে। মুকুল শর্মা জানিয়েছেন এই ফোনটি একটি মাত্র ভেরিয়েন্টে পেশ করার সম্ভাবনা আছে। এছাড়া এই ফোনটি ব্লু ও ব্ল্যাক কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে।

Vivo Y21T এর স্পেসিফিকেশন

Vivo Y21T ফোনটিতে 6.58 ইঞ্চির Full HD+ LCD ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনটি Snapdragon 680 চিপসেটে রান করতে পারে। ফোটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হবে।

আরও পড়ুন: টেলিকম ইন্ডাস্ট্রিতে হতে চলেছে তোলপাড়, আরও একবার বাড়তে পারে সমস্ত রিচার্জ প্ল্যানের দাম

কোম্পানির এই ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হবে। এর পাশাপাশি এতে দুটি 2MP এর ক্যামেরা লেন্স থাকবে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে। পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y21T এ 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here