জিওফোনে শুরু হল হোয়াটস‌অ্যাপ, জেনে নিন কিভাবে করবেন ইনস্টল

জিওফোন এই মুহূর্তে সবচেয়ে বেশি বিক্রি হ‌ওয়া 4জি ফিচার ফোন। রিলায়েন্স জিও যখন তাদের এই ফিচার ফোন লঞ্চ করে তখন ফোনের দোকানগুলির সামনে ফোনটি কেনার জন্য লম্বা লাইন পড়ত। কোম্পানি গত মাসে জিওফোন 2 পেশ করে দিয়েছে। জিওফোন 2 এর সঙ্গে কোম্পানি জানিয়েছিল খুব তাড়াতাড়ি জিওফোনেও অন‍্যান‍্য স্মার্টফোনের মতোই হোয়াটস‌অ্যাপ চালানো যাবে। আজ ইউজারদের উপহারস্বরূপ জিওফোনে হোয়াটস‌অ্যাপ জারি করে দিয়েছে।

জিওর পক্ষ থেকে সমস্ত জিওফোনে হোয়াটস‌অ্যাপ সাপোর্ট জারি করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন জিওফোন ইউজাররাও তাদের ফিচার ফোনে হোয়াটস‌অ্যাপ ইনস্টল করতে পারবেন এবং তাদের বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনদের চ‍্যাট করতে পারবেন। জিওফোনে হোয়াটস‌অ্যাপের মাধ্যমে চ‍্যাটিঙের সঙ্গে সঙ্গে ইমেজ ও ভিডিও শেয়ার করা যাবে। প্রসঙ্গত হোয়াটস‌অ্যাপের তরফ থেকে আইওএস ও অ্যান্ড্রয়েডের সঙ্গেপর এখন কাইওএস অপারেটিং সিস্টেমেও অ্যাপের নতুন ভার্সন পেশ করা হয়েছে এবং জিওফোন‌ও কাইওএস অপারেটিং সিস্টেমে রান করে।

জিওফোনে হোয়াটস‌অ্যাপ চালানোর জন্য

জিওফোনে জিও অ্যাপ স্টোর ওপেন করুন

জিও স্টোরে সোশ্যাল ক‍্যাটাগরিতে হোয়াটস‌অ্যাপ দেখা যাবে, সেখানে ইনস্টল বাটনে ক্লিক করুন

হোয়াটস‌অ্যাপ ডাউনলোড হ‌ওয়ার পর এতে নিজের ফোন নাম্বার এবং ওটিপি দেওয়ার পর হোয়াটস‌অ্যাপ অ্যাক্টিভ হয়ে যাবে

হোয়াটস‌অ্যাপ অ্যাক্টিভেট হ‌ওয়ার পর জিওফোন থেকেও হোয়াটস‌অ্যাপের সম্পূর্ণ সুবিধা উপভোগ করা যাবে এবং বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনদের সঙ্গে চ‍্যাট করা যাবে।

জিওর পক্ষ থেকে জিওফোনে হোয়াটস‌অ্যাপের আপডেট দেওয়া শুরু হয়ে গেছে তবে পুরো দেশে আপডেট হতে এর 10 দিন লাগবে। অর্থাৎ এখন যদি জিও অ্যাপ স্টোরে হোয়াটস‌অ্যাপ না পাওয়া যায় তবে 20শে সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here