ফুল চার্জে পাওয়া যাবে 4 দিন ব্যাকআপ, এবার কি চাপে পড়বে জিওফোন?

ভারতীয় স্মার্টফোন কোম্পানি লাভা (Lava) দেশের বাজারে তাদের নতুন ফিচার ফোন লঞ্চ করেছে। এই ফোনের নাম Lava A5 2023 রাখা হয়েছে। এর আগে কোম্পানি 2019 সালে তাদের A5 ফোনটি পেশ করেছিল। এই নতুন ফিচার ফোনে ফ্রেস ডিজাইন এবং সুন্দর ফিচার দেওয়া হয়েছে। এই ফোনটি ভারতের মার্কেটে উপস্থিত জিওফোনকে টক্কর দিতে পারে বলে মনে করা হচ্ছে। এই ফোনের ব্যাটারি একবার ফুল চার্জ করলে 4 দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম এবং এটিকেই এই ফোনের সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার বলে ধরে নেওয়া যায়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে।

Lava A5 2023 এর ডিজাইন

এই ফোনের ডিজাইন যথেষ্ট ইউনিক। ফোনের ফ্রন্ট প্যানেলে ছোট স্ক্রিন এবং T9 কীপ্যাড রয়েছে। কীপ্যাডের মাঝে গোলাকার বাটন মূলত টর্চের জন্য দেওয়া হয়েছে। এছাড়া ফোনের ব্যাক প্যানেলে ভার্টিক্যাল শেপে একটি VGA ক্যামেরা এবং ফ্ল্যাশ লাইট যোগ করা হয়েছে। এর পাশেই সোজাসুজি শক্তিশালী স্পিকার অবস্থিত।

Lava A5 2023 এর ফিচার

  • এই ফিচার ফোনে কোম্পানি ডুয়ো এলইডি হাই বীম টর্চ দেওয়া হয়েছে, যা কম আলোয় সুন্দর আলো দিতে সক্ষম।
  • এছাড়া সহজ পরিচালনার জন্য এতে বড় বড় আইকন রয়েছে।
  • এই ফোনে 4 দিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। অর্থাৎ এই ফোনটি একবার ফুল চার্জ করে চার্জার ছাড়াই একটি ছোট ত্রিপ থেকে ঘুরে আসা যায়।
  • ফোনের ব্যাক প্যানেলে শক্তিশালী স্পিকার রয়েছে, যা জোরালো আওয়াজ প্রদান করতে সক্ষম।
  • এই ফোনের কীপ্যাড ডার্ট রেজিস্টেন্স।
  • ফোনটির ডেডিকেটেড ভাইব্রেশন রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here