Highlights
- অফিসিয়াল ওয়েবসাইটে পেশ হল Lava Blaze 2 Pro।
- এতে 8GB RAM + 8GB virtual RAM রয়েছে।
- এই ফোনে 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে।
ভারতীয় স্মার্টফোন কোম্পানি লাভা ভারতীয় ইউজারদের জন্য নতুন ডিভাইস হিসাবে মার্কেটে Lava Blaze 2 Pro লঞ্চ করেছে। আপাতত এই ফোনের দাম প্রকাশ করা না হলেও কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে ফোনটির স্পেসিফিকেশন শেয়ার করা হয়েছে। এই পোস্টে Lava Blaze 2 Pro এর ফিচার, স্পেসিফিকেশন এবং সম্ভাব্য দাম সম্পর্কে আলোচনা করা হল।
Lava Blaze 2 Pro এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Lava Blaze 2 Pro ফোনটিতে 6.5 ইঞ্চির এইচডি+ আইপিএস 2.5ডি কার্ভড ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 90Hz রিফ্রেশরেট এবং 720 x 1600 পিক্সেল রেজলিউশন সাপোর্ট করে। এছাড়া এই ডিসপ্লেতে 269 পিপিআই পিক্সেল ডেনসিটি এবং 16.7 মিলিয়ন কালার রয়েছে।
- প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে UNISOC T616 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এই প্রসেসরের মাধ্যমে ইউজাররা সুন্দর পারফরমেন্স পাবেন।
- স্টোরেজ: এতে 8GB RAM + 8GB virtual RAM ফিচার যোগ করা হয়েছে। অর্থাৎ এই ফোনে মোট 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যাবে। এর সঙ্গে এই ফোনে 128জিবি এবং 256জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
- ক্যামেরা: Lava Blaze 2 Pro ফোনে এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা লেন্স এবং দুটি 2 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 32 ঘন্টা স্ট্যান্ড বাই দিতে সক্ষম।
- অন্যান্য: কানেক্টিভিটির জন্য এই ফোনে ডুয়েল সিম 4G, ওয়াইফাই, ব্লুটুথ, 3.5 এমএম অডিও জ্যাক এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টের মতো প্রয়োজনীয় ফিচার রয়েছে।
- OS: এই ফোনটি অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেমে কাজ করে।
Lava Blaze 2 Pro এর দাম
কোম্পানি এখনও পর্যন্ত এই ফোনের দাম ঘোষণা করেনি, তবে Lava Blaze 2 Pro ফোনটি 128জিবি এবং 256জিবি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। ফোনটির বেস মডেলটি 9,999 টাকা দামে পেশ করা হবে বলে জানা গেছে। একইভাবে টপ মডেলের দাম 12,999 টাকা রাখা হতে পারে। আশা করা হচ্ছে কয়েক দিনের মধ্যেই এই ফোনের দাম জানানো হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন