Lenovo ভারতে নিজের লেটেস্ট IdeaPad Slim 5 Pro ল্যাপটপ লঞ্চ করলো। লেনোভোর আইডিয়াপ্যাড সিরিজের লেটেস্ট ল্যাপটপকে স্ট্রিমিং আর ওয়ার্ক টু ইন্টারনেটের জন্য বিশেষ ভাবে অপটিমাইজ করা হয়েছে। লেনোভোর এই ল্যাপটপ Intel 11th Gen আর AMD Ryzen প্রসেসরের সাথে হাই-এন্ড GPU আর স্পীকারের সাথে পেশ করা হয়েছে। এখানে আমরা আপনাকে Lenovo IdePad Slim 5 Pro ল্যাপটপের দাম আর স্পেসিফিকেশন্স সম্পর্কে তথ্য জানাবো।
Lenovo IdeaPad Slim 5 Pro স্পেসিফিকেশন্স
লেনোভোর লেটেস্ট IdePad Slim 5 Pro ল্যাপটপে 14 ইঞ্চির 2.2K IPS অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে দেওয়া আছে। এর সাথেই ইউজার এই ল্যাপটপের 16 ইঞ্চি WQXGA IPS অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লে ভেরিয়েন্টও কিনতে পারবে। এই ল্যাপটপের ডিসপ্লেতে চারদিক থেকে বেজল দেওয়া আছে। এই ল্যাপটপের আস্পেক্ট রেশিও 16:10। এর সাথেই ডিসপ্লে 100% sRGB কালার গোমেট সাপোর্ট করে।
লেনোভোর এই ল্যাপটপকে 11th Gen Intel Core i7 আর AMD Ryzen 7 5800H প্রসেসরের সাথে পেশ করা হয়েছে। এই ল্যাপটপে গ্রাফিক্সের জন্য মাল্টিপল অপশন ― NVIDIA GeForce, Intel Iris Xe, আর AMD Raedon পাওয়া যায়। এই ল্যাপটপে বড়ো টাচ প্যাড পাওয়া যাবে। এই ল্যাপটপে কোম্পানি জিরো টাচ লগইন দিয়েছে। ল্যাপটপের ফ্লিপ ওপেন করার সাথেই কাজ করার জন্য প্রস্তুত হয়ে যায়। এই ল্যাপটপে ইন্ফ্রারেড ক্যামেরা দেওয়া আছে যা ফেস আনলক সাপোর্ট করে। যা ইউজারকে চিনতে পেরে অটোমেটিক পাওয়ার অন আর বুট করে নেয়।
Slim 5 Pro ল্যাপটপে ডুয়াল মাইক্রোফোন দেওয়া হয়েছে যার ফলে এটি Microsoft Cortana আর Amazon Alexa সাপোর্ট করে। Alexa এর সাহায্যে ইউজাররা আমাজন প্ল্যাটফর্মের বহু ফিচার অ্যাক্সেস করতে পারবে। এর সাথেই স্মার্ট হোম ডিভাইসকে কন্ট্রোলও করতে পারবে। এর সাথেই আমাজনের শপিং লিস্টও আপডেট করতে পারবে। আবার অন্যদিকে Cortana এর সাহায্যে ইউজার রিমাইন্ডার সেট, লিস্ট তৈরি করার মতো কাজ করতে পারবে।
Lenovo IdeaPad Slim 5 Pro : দাম
Lenovo IdeaPad Slim 5 Pro ল্যাপটপের দামের সম্পর্কে কথা বললে ভারতে এটিকে 77,990 টাকা দামে কেনা যাবে। লেনোভোর এই ল্যাপটপকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট Lenovo.com এর সাথে অন্যান্য ই-কমার্স ওয়েবসাইট আর অফলাইন স্টোর থেকেও কেনা যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন