16GB RAM এবং অসাধারণ পপ-আপ সেলফি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে Lenovo Legion 2 Pro

মোবাইল গেমিঙের ক্রমবর্ধমান মার্কেটে টিকে থাকার জন্য এবার স্মার্টফোন কোম্পানি লেনোভোও তাদের নতুন গেমিং স্মার্টফোন Lenovo Legion 2 Pro লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি জানিয়ে দিয়েছে আগামী 8 এপ্রিল এই ফোনটি পেশ করা হবে। লঞ্চের আগেই কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির সেলফি ক‍্যামেরা ও র‍্যামসহ কিছু গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে জানিয়ে দিয়েছে। বিগত বেশ কিছু সময় ধরে Lenovo Legion 2 Pro ফোনটি ঘিরে যথেষ্ট সমালোচনা চলছে। বলতে গেলে রোজ‌ই এই আপকামিং ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে নতুন কিছু জানা যাচ্ছে। চলুন জেনে নেওয়া যাক এখনও পর্যন্ত ফোনটি সম্পর্কে কি কি জানা গেছে।

ফুল এইচডি+ রেজলিউশনযুক্ত ডিসপ্লে

কোম্পানির এক আধিকারিক জানিয়েছেন এই ফোনের ডিসপ্লে সম্পূর্ণভাবে সিমেট্রিকাল হবে যাতে ইউজাররা ফাস্ট রিফ্রেশরেট এবং অত‍্যন্ত কম লেটেন্সী পায়। ফাস্ট রিফ্রেশরেট এবং লো লেটেন্সীর ফলে এই ফোনে খুব সুন্দর গেমিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। কয়েক দিন আগে কোম্পানি জানিয়েছে এই ফোনে 144 হার্টস রিফ্রেশরেট এবং 720 হার্টস টাচ স‍্যাম্পেলিং রেটযুক্ত 6.92 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনের ডিসপ্লে আগের মডেলের মতো একদম ফ্ল‍্যাট হবে।

44MP সেলফি ক‍্যামেরা

চীনের মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে শেয়ার করা কোম্পানির এই পোস্টার থেকে জানা গিয়েছিল এই ফোনে ফ্রন্ট ক‍্যামেরা হিসেবে মোটোরাইজড পপ আপ ক‍্যামেরা দেওয়া হবে বলে জানা গেছে। এই ক‍্যামেরা গত বছর লঞ্চ হ‌ওয়া মডেলের মতোই সাইড থেকে বাইরে রেরাবে। এই ফোনে 44 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর থাকবে। এছাড়া এতে 64 মেগাপিক্সেলের OV64A 1/1.32 ইঞ্চির প্রাইমারি রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে যা 4K ভিডিও রেকর্ডিংয়ের জন্য 120 এফপিএসে এবং 30 এফপিএসে 8K রেকর্ডিং করতে সক্ষম।

Snapdragon 888 SoC এবং 16GB RAM

Lenovo Legion 2 Pro ফোনটি 16 জিবি পর্যন্ত র‍্যাম এবং 512 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজসহ লঞ্চ করা হবে। প্রসেসিঙের জন্য এতে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 888 চিপসেট যোগ করা হবে।

শক্তিশালী ব‍্যাটারি

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 5,500 এম‌এএইচের ব‍্যাটারি দেওয়া হবে। প্রসঙ্গত Lenovo Legion Gaming Phone এ 5,000 এম‌এএইচের ব‍্যাটারি ছিল। এই ফোনেও 90 ওয়াট ফাস্ট ওয়‍্যারড চার্জিং দেওয়া হবে তবে আপডেটেড চার্জিং এক্সপেরিয়েন্সের সঙ্গে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোন 1,200 চার্জিং সাইকেলের পরেও প্রাথমিক ক্ষমতার 85% ধরে রাখতে পারবে। এতে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here