তিনটি রেয়ার ক‍্যামেরা এবং শক্তিশালী প্রসেসরের সঙ্গে চলে এলো LG G8s ThinQ, সমস‍্যায় পড়তে পারে OnePlus 7T

LG ভারতে তাদের জি সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে G8s ThinQ এবং কিউ সিরিজে LG Q60 স্মার্টফোন লঞ্চ করেছে। LG G8s ThinQ তে অথেনটিকেশনের জন্য ইউজারের শিরার প‍্যাটার্ন চেনাতে হয়। ইনফ্রারেড লাইড ব‍্যবহার করে এই পদ্ধতি কার্যকর করা সম্ভব হয়েছে। এছাড়া এই ফোনটি মিলিটারি গ্ৰেড বিল্ট কোয়ালিটির সঙ্গে একে ডাস্ট ও ওয়াটারপ্রুফ বানানোর জন্য একে আইপি68 রেটিং দেওয়া হয়েছে। অন‍্যদিকে LG Q60 ফোনটি তিনটি রেয়ার ক‍্যামেরা এবং অক্টাকোর প্রসেসরের সঙ্গে লঞ্চ করা হয়েছে। 

Exclusive : লঞ্চের আগেই দেখে নিন কেমন হবে 12 জিবি র‍্যাম ও কোয়াড রেয়ার ক‍্যামেরাওয়ালা OPPO Reno Ace

দাম

আপাতত কোম্পানির পক্ষ থেকে LG G8s ThinQ ফোনটি 6 জিবি র‍্যাম এবং 128 জিবি মেমরিযুক্ত একটি ভেরিয়েন্টেই লঞ্চ করা হয়েছে। কোম্পানি এই ফোনটি 36,990 টাকা দামে পেশ করেছে। LG G8s ThinQ ফোনটি মিরর ব্ল‍্যাক, মিরর স্টীল এবং মিরর হোয়াইট কালার ভেরিয়েন্টে কেনা যাবে। ভারতে এই ফোনটির সেল ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তবে LG Q60 ফোনটি 13,490 টাকা দামে পেশ করা হয়েছে এবং ফোনটি আগামী 1 অক্টোবর থেকে ফোনটি অনলাইন এবং অফলাইন উভয় প্ল‍্যাটফর্মে সেল করা হবে। 

LG G8s ThinQ স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে LG G8s ThinQ ফোনটিতে 6.2 ইঞ্চির 1080 × 2248 পিক্সেল রেজলিউশনযুক্ত ওএল‌ইডি ডিসপ্লে দেওয়া হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে স্ন‍্যাপড্রাগন 855 চিপসেট আছে। এছাড়া এই ফোনে 6 জিবি র‍্যাম এবং 128 জিবি মেমরি দেওয়া হয়েছে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যায়। 

Exclusive : ট্রিপল রেয়ার ক‍্যামেরাওয়ালা Samsung Galaxy A20s দুটি ভেরিয়েন্টে ভারতে লঞ্চ হবে, দাম শুরু 10,990 টাকা থেকে

ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/1.5 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের স্ট‍্যান্ডার্ড, এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনের ফ্রন্ট প‍্যানেলে 8 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে যা একটি টাইম অফ ফ্লাইট জেড ক‍্যামেরাযুক্ত। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 3,550 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে এবং এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাই অপারেটিং সিস্টেমে রান করে। 

LG Q60 স্পেসিফিকেশন

LG Q60 ফোনটিতে 6.26 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনটি অক্টাকোর প্রসেসরের সঙ্গে 3 জিবি র‍্যাম এবং 64 জিবি ইন বিল্ট মেমরির সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 2 টিবি পর্যন্ত বাড়ানো যায়। এই ফোনের চিপসেট সম্পর্কে জানা যায়নি, শুধু বলা হয়েছে এটি 2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত। 

Xiaomi এর দীপাবলি সেল : মাত্র 1 টাকার বিনিময়ে কিনুন ফোন এবং কম দামে পাওয়া যাবে সুন্দর TV

এই ফোনটির‌ও ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। এতে 16 মেগাপিক্সেলের পিডিএএফ লেন্স দেওয়া হয়েছে। এর সঙ্গে 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং 5 মেগাপিক্সেলের সুপার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে। এতে 13 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। LG Q60 তে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 3,500 এম‌এএইচের ব‍্যাটারী আছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here