Exclusive : ট্রিপল রেয়ার ক‍্যামেরাওয়ালা Samsung Galaxy A20s দুটি ভেরিয়েন্টে ভারতে লঞ্চ হবে, দাম শুরু 10,990 টাকা থেকে

Samsung গত পরশু দিন গ্লোবাল মঞ্চে তাদের “এ” সিরিজের নতুন ডিভাইস Galaxy A20s অফিসিয়ালি লঞ্চ করে দিয়েছে। এই স্মার্টফোনটি খুব তাড়াতাড়ি ভারতসহ বেশ কয়েকটি এশিয়ার দেশে সেলের জন্য পেশ করা হবে। ভারতে Samsung Galaxy A20s ফোনটি কবে লঞ্চ করা হবে সেবিষয়ে এখনই কোনো তথ্য জানা যায়নি, তবে আমরা ফোনটির ভারতীয় দাম জানতে পেরেছি। 

8 জিবি র‍্যাম, 4,000 এম‌এএইচ ব‍্যাটারী, 32 মেগাপিক্সেল সেলফি এবং 64 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Realme X2

আমরা জানতে পেরেছি ভারতে Samsung Galaxy A20s ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে, এই দুটি ভেরিয়েন্ট যথাক্রমে 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি মেমরি এবং 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি থাকবে। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী Samsung তাদের নতুন স্মার্টফোন Galaxy A20s এর 3 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 10,990 টাকা দামে লঞ্চ করবে। এক‌ই ভাবে ফোনটির 4 জিবি র‍্যাম ভেরিয়েন্ট কোম্পানির পক্ষ থেকে 12,990 টাকা দামে লঞ্চ করবে। 

Samsung Galaxy A20s ডিজাইন

Samsung Galaxy A20s ফোনটি ইনফিনিটি ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে যার ওপরের দিকে ছোট “ভি” শেপের নচ দেওয়া হয়েছে। ফোনটির দুটি সাইড বেজল লেস হলেও নিচের দিকে একটু চ‌ওড়া চিন পার্ট দেওয়া হয়েছে। Samsung Galaxy A20s এর ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে যা ফোনের ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকে ভার্টিক‍্যাল শেপে অবস্থিত। এই ক‍্যামেরা সেট‌আপের ঠিক নিচে ফ্ল‍্যাশ লাইট দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে মাঝ বরাবর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটির ডানদিকের প‍্যানেলে পাওয়ার বাটন এবং বাঁদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন দেওয়া হয়েছে। 

12 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজের সঙ্গে লঞ্চ হল Mi 9 Pro 5G

Samsung Galaxy A20s স্পেসিফিকেশন

Samsung Galaxy A20s ফোনটি 1560 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির এইচডি+ ইনফিনিটি ভি ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটির স্ক্রিন 2.4ডি গ্লাস প্রোটেক্টেড করা হয়েছে। Samsung Galaxy A20s ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত ওয়ান ইউআইয়ের সঙ্গে লঞ্চ করা হয়েছে যা 1.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 14 এন‌এম টেকনিকে তৈরি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 450 চিপসেটে রান করে। গ্ৰাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 506 জিপিইউ আছে। আশা করা হচ্ছে ভারতেও Samsung Galaxy A20s ফোনটি এক‌ই চিপসেটের সঙ্গে লঞ্চ করা হবে। 

গ্লোবাল মঞ্চে Samsung Galaxy A20s দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির একটি ভেরিয়েন্টে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং দ্বিতীয় ভেরিয়েন্টে 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি আছে। এই দুটি ভেরিয়েন্টের‌ই মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়। 

5,000 এম‌এএইচ ব‍্যাটারি ও ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Vivo U10, দাম 8,990 টাকা থেকে শুরু

ফোটোগ্ৰাফির জন্য Samsung Galaxy A20s এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। এক‌ই ভাবে Samsung Galaxy A20s এ সেলফি ও ভিডিও কলের জন্য এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। 

Samsung Galaxy A20s একটি ডুয়েল সিম ফোন যা 4জি এলটিই সাপোর্ট করে। এতে এফ‌এম রেডিওসহ সব ধরনের বেসিক কানেক্টিভিটি ফিচার আছে। সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে ফেস আনলাম ফিচার‌ও আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Samsung Galaxy A20s এ 4,000 এম‌এএইচের দুর্দান্ত ব‍্যাটারী দেওয়া হয়েছে। ভারতে Samsung Galaxy A20s ফোনটি কবে লঞ্চ করা হবে সেবিষয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here