26 জুন লঞ্চ হবে LG W সিরিজের স্মার্টফোন, Samsung ও Xiaomi এর জন্য কড়া টক্কর

LG দীর্ঘদিন ধরেই টেক জগতের শীর্ষে উঠে রয়েছে। কোম্পানি ভারতীয় স্মার্টফোন মার্কেটের জন্য নতুন স্ট্র‍্যাটেজি তৈরি করেছে এই স্ট্র‍্যাটেজি অনুযায়ী কোম্পানি ভারতে LG W সিরিজের সূচনা করতে চলেছে। কোম্পানি এখনও পর্যন্ত এই সিরিজে লঞ্চ হতে চলা স্মার্টফোনের নাম ঘোষণা করেনি কিন্তু শোনা যাচ্ছে কোম্পানি এই সিরিজে প্রথমেই LG W10 স্মার্টফোন লঞ্চ করবে। এই ফোনের কিছু গুরুত্বপূর্ণ ফিচার‌ সম্পর্কে কোম্পানি আগেই জানিয়ে দিয়েছে, এবার কোম্পানি তাদের LG W সিরিজের লঞ্চ ডেট ঘোষণা করে দিয়েছে। আগামী 26 জুন LG W সিরিজ লঞ্চ করা হবে।

ভারতে লঞ্চ হলো Motorola এর প্রথম পাঞ্চ হোল ডিসপ্লেওয়ালা স্মার্টফোন One Vision, দাম 19,999 টাকা

LG India তাদের নতুন LG W সিরিজের লঞ্চ ডেট ঘোষণা করে মিডিয়া ইনভাইট পাঠিয়েছে। কোম্পানি জানিয়েছে আগামী 26 জুন LG দেশের রাজধানী দিল্লিতে একটি ইভেন্টের আয়োজন করেছে এবং এই ইভেন্টের মঞ্চেই W সিরিজ লঞ্চ করা হবে। সবচেয়ে বড়ো কথা গোটা বিশ্বে এই সিরিজ সর্বপ্রথম ভারতেই লঞ্চ করা হচ্ছে। এই সিরিজের সবচেয়ে বড়ো বিশেষত্ব মনে করা হচ্ছে এই ফোনের ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও বড়ো ব‍্যাটারী থাকবে যা কম দামে অনলাইন প্ল‍্যাটফর্মে সেল করা হবে।

লুক
LG W10 এর লিক হ‌ওয়া ফোটোয় ফোনটির ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা দেখা গেছে। এই ক‍্যামেরা সেট‌আপ ফোনের ব‍্যাক প‍্যানেলে ওপরের দিকে বাঁথিক ঘেঁষে ভার্টিক‍্যাল শেপে অবস্থিত। এই ক‍্যামেরা সেট‌আপের দুটি ক‍্যামেরা সেন্সর ব্ল‍্যাক রিঙে ও তৃতীয় সেন্সর রেড রিঙে অবস্থিত। এই ফোটোয় ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর‌ও দেখা গেছে যা ফোনের রেয়ার ক‍্যামেরা সেট‌আপের পাশে মাঝ বরাবর দেওয়া হয়েছে। ব‍্যাক প‍্যানেলে নিচের দিকে LG এর ব্র‍্যান্ডিং দেওয়া হয়েছে। এই ফোটোয় ফোনটির সাইড প‍্যানেল ও লোয়ার প‍্যানেল‌ও দেখা গেছে। ফোনটির সাইড প‍্যানেলে ভলিউম রকার বাটন এবং ঠিক তার নিচে পাওয়ার বাটন আছে। LG W সিরিজের এই আগামী স্মার্টফোনের নিচের প‍্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনটি অ্যান্টেনা ব‍্যান্ড ডিজাইনে পেশ করেছে।

Z1 Pro এর পর Vivo আনতে চলেছে S সিরিজের স্মার্টফোন, 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরিযুক্ত এই ফোনের দাম হবে 20 হাজার টাকারও কম

স্পেসিফিকেশন
LG W10 সম্পর্কে একটি লিকে বলা হয়েছে কোম্পানি তাদের এই নতুন সিরিজের প্রথম স্মার্টফোনে 6.2 ইঞ্চির ডিসপ্লে যোগ করবে। লিক অনুযায়ী এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হবে। বলা হয়েছে এই ফোনে 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে। তবে মনে করা হচ্ছে LG W10 একাধিক ভেরিয়েন্টে লঞ্চ করা হবে।

প্রসঙ্গত LG India ইতিমধ্যে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে LG W10 এর প্রোডাক্ট পেজ বানিয়েছে এবং এখানে ফোনটি সম্পর্কে স্পেসিফিকেশন ও অন‍্যান‍্য তথ্য রয়েছে। এই পেজ থেকে জানা গেছে কোম্পানি তাদের আগামী স্মার্টফোন 4,000 এম‌এএইচের ব‍্যাটারীসহ লঞ্চ করবে। এই পেজ থেকে ফোনের ব‍্যাটারী সম্পর্কিত তথ্যের সঙ্গেই জানা গেছে এই ফোনটি অ্যান্ড্রয়েডের সবচেয়ে নতুন ওএস অ্যান্ড্রয়েড 9.0 পাইয়ের সঙ্গে পেশ করা হবে। প্রসেসিঙের জন্য এই ফোনে 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর দেওয়া হবে। এই ফোনের চিপসেট 12 এন‌এম টেকনিকে তৈরি হবে এবং এটি 64 বিট আর্কিটেকচার প্রসেসিঙে কাজ করবে।

Vivo আগামী সপ্তাহে আনতে চলেছে তাদের সবচেয়ে শক্তিশালী 5জি স্মার্টফোন, পেশ হলো টিজার

কোম্পানি তাদের LG W10 স্মার্টফোনটি লো বাজেট সেগমেন্টে লঞ্চ করবে। LG W সিরিজের হাত ধরে কোম্পানি Samsung এর Galaxy M সিরিজ এবং Xiaomi ও Realme এর মতো ব্র‍্যান্ডগুলিকে টেক্কা দিতে চলেছে। জানিয়ে রাখি LG W সিরিজের সেলের জন্য কোম্পানি শপিং সাইট আমাজন ইন্ডিয়ার সঙ্গে হাত মিলিয়েছে এবং এই সিরিজের আগামী স্মার্টফোন এই অনলাইন প্ল‍্যাটফর্মে এক্সক্লুসিভ বেচা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here