Vivo আগামী সপ্তাহে আনতে চলেছে তাদের সবচেয়ে শক্তিশালী 5জি স্মার্টফোন, পেশ হলো টিজার

চীনের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি Vivo সম্পর্কে এমন একটি খবর পাওয়া গেছে যা শোনার পর কোম্পানির ফ‍্যানরা প্রশংসায় পঞ্চমুখ হতে বাধ্য। কোম্পানি আগামী 26 জুন শাংঘাইতে আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে লঞ্চ হতে চলা তাদের নতুন 5জি স্মার্টফোন সম্পর্কে টিজার পেশ করেছে। এই টিজার দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কোম্পানি আগামী সপ্তাহে তাদের 5জি স্মার্টফোন পেশ করতে চলেছে।

Vivo Y12 এর দাম হবে 12,490 টাকা, এতে থাকবে ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও 5,000 এম‌এএইচ ব‍্যাটারী

কোম্পানি চীনের মাইক্রোব্লগিং সাইটে এই টিজার জারি করেছে। এই টিজারে কোম্পানি “Give Me 5!” ট‍্যাগলাইনের সঙ্গে একটি পোস্টার শেয়ার করেছে। তবে এখনও পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি যে কোম্পানি এই ইভেন্টে কোনো 5জি স্মার্টফোন লঞ্চ করবে নাকি নতুন 5জি টেকনোলজি দেখাবে।

প্রসঙ্গত 26 জুন শাংঘাইতে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের আয়োজন করা হয়েছে। এই ইভেন্টে 5জি, হোম অটোমোশন ও AI টেকনোলজির ওপর কোম্পানিগুলি ফোকাস করবে। এই ইভেন্টে বেশ কিছু চীনা কোম্পানি অংশগ্রহণ করবে। আশা করা হচ্ছে এই ইভেন্ট উপলক্ষে কিছু নতুন ডিভাইস‌ও লঞ্চ করা হতে পারে।

PUBG তে চিকেন ডিনার করে 42 লক্ষ টাকা জিতলো ভারতীয় যুবক, এখন খেলবে বিদেশেও

চীনের বিভিন্ন কোম্পানি 5জি ফোন নিয়ে কাজ করছে, তবে শোনা যাচ্ছে এইসব স্মার্টফোন আগামী বছর লঞ্চ করা হবে। কিন্তু এই টিজার সামনে আসার পর মনে করা হচ্ছে কোম্পানি আগামী সপ্তাহে তাদের 5জি স্মার্টফোন লঞ্চ করতে পারে।

প্রসঙ্গত গত বছর চীনের শিনুয়া নিউজ এজেন্সি মিডিয়া কনফারেন্সের আয়োজন করেছিল। এই কনফারেন্সে বিভিন্ন টেক কোম্পানি তাদের টেকনিক ও ডিভাইস দেখিয়েছিল এবং তখনই একটি স্টলে Vivo এর 5জি সাপোর্টেড স্মার্টফোন Vivo Next 5G দেখানো হয়েছিল। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার ভিভোর এই 5জি স্মার্টফোন স্বয়ং ভিভো দেখায়নি, বরং চিপসেট নির্মাণকারী কোম্পানি কোয়ালকম দেখিয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here