10,000 টাকা দামে সস্তা হল সবথেকে অনন্য ফোন LG Wing, জানুন কিহল নতুন দাম

LG নিজের অনন্য রোটেটিং ডিসপ্লে সহ স্মার্টফোন LG Wing এর দামে 10 হাজার টাকার ছাড় করে দিয়েছে। চুপচাপ করা এই ছাড়ের পর ফোন কোম্পানির ওয়েবসাইটে নতুন দামের সাথে লিস্ট করে দেওয়া হয়েছে। অথচ, এখনো স্পষ্ট হয়নি যে ছাড়টি সবসময় এর জন্য নাকি কিছু সময়ের জন্য। কম দামের সাথে ফোন কোম্পানির ওয়েবসাইট ছাড়াও ই-কমার্স সাইট আমাজন এও সেল করা হচ্ছে। মনে করিয়ে দিই যে ফোনটি গত বছর অক্টোবরে লঞ্চ করা হয়েছিল। লঞ্চের সময় এর দাম 69,990 টাকা ছিল। আসুন আপনাকে ফোনটির অনন্য সুবিধা ও নতুন দামের সম্বন্ধে তথ্য দেব।

নতুন দাম

আমরা উপরে বলেছি যে LG Wing কে কোম্পানি 69,990 টাকা দামে লঞ্চ করেছিল । কিন্তু এখন দাম কমানোর পরে ফোন 59,990 টাকায় কেনা যাবে। গ্রাহক ফোনটি অরোরা গ্রে আর ইলুশন স্কাই কালার অপশনে কিনতে পারবে।

সবথেকে অনন্য ডিজাইন

কোম্পানি এটিকে অনন্য ডিজাইনে পেশ করেছে । যদি এটির লুক এর কথা বলা হয় তো এতে দুটি স্ক্রিন দেওয়া আছে, যার প্রাইমারি স্ক্রিন রোটেট করে। প্রাইমারি স্ক্রিনে ভিডিও দেখার সাথে সেকেন্ডারি স্ক্রিনে অন‍্য কাজ করা যাবে। LG Wing স্মার্টফোন গ্রিপ লক এর সাথে আসে যেটিকে একবার এনেবেল করলে সেকেন্ডারি স্ক্রিন গ্রিপের কাজ করে।

স্পেশিফিকেশান

দুটি স্ক্রিন যুক্ত এই ফোনে প্রাইমারি ডিসপ্লে 6.8 ইঞ্চি এর ফুল-এচডি +(1,080×2,460) পী-ওলেড ফুলবিজন এ তৈরী। আবার অন‍্য ডিসপ্লে 3.9 ইঞ্চির সাথে ফুল-এচডি+(1,080×1,240 পিক্সেল) জি-ওলেড প‍্যানেলে তৈরী। এছাড়া ফোনে স্ন‍্যাপড্রাগন 765G চিপসেটের সাথে 8 জিবি র‍্যাম আর 128 জিবি এর ইন্টারনাল স্টোরেজ পাওয়া যায়।

আবার ফটোগ্রাফি এর জন্য স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা মজুদ আছে। এই সেট‌আপে আপার্চর এফ/ 1.8 এর সাথে প্রাইমারি ক্যামেরা 64 মেগাপিক্সেল, আপার্চর এফ/ 1.9 এর সাথে সেকেন্ডারি ক‍্যামেরা 13 মেগাপিক্সেল আর 12 মেগাপিক্সেল এর তিনটি ক‍্যামেরা আছে। সেল্ফি আর ভিডিও কলিং এর জন্য এলজি উইং এ 32 মেগাপিক্সেলের ক‍্যামেরা আছে।

ফোনে পাওয়ার ব‍্যাক আপের জন্য 4000mah এর ব‍্যাটারি আছে যা কুইক চার্জ 4.0+25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও কানেক্টিভিটি এর জন্য 5 জি ,4 জি এলটিই,ওয়াই -ফাই 802.11 এসী,ব্লুটুথ 5.1, এন‌এফসী,জীপীএস/এ-জীপীএস আর ইউএসবি টাইপ-সী পোর্ট এর মতো অপশন আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here