Jio ইউজারদের জন্য বড় ধাক্কা, কোম্পানি সবচেয়ে লো বাজেট পোস্টপেইড প্ল্যানের দাম বেড়ে গেল আরও 100 টাকা!

Highlights

  • Jio-এর 199 টাকার প্ল্যানের দাম বাড়ানো হয়েছে।
  • এখন Jio-এর সবচেয়ে লো বাজেট পোস্টপেইড প্ল্যানের দাম 299 টাকা করা হয়েছে।
  • 299 টাকার প্ল্যানে 30GB ডেটা পাওয়া যাচ্ছে।

Reliance Jio সম্প্রতি তাদের পোস্টপেইড গ্রাহকদের জন্য একটি নতুন প্ল্যান চালু করেছে। সেই সঙ্গে এবার আকাশ মুকেশ আম্বানির কোম্পানি Jio গ্রাহকদের অবাক করে দিয়ে তাদের লো বাজেট পোস্টপেইড প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। আসলে কোম্পানি তাদের এন্ট্রি লেভেল Jio 199 টাকার পোস্টপেইড প্ল্যানের দাম বাড়িয়ে 299 টাকা করে দিয়েছে। তবে গ্রাহকরা এবার থেকে আরও বেশি ডেটাও পাবেন। এই পোস্টে আপনাদের এই প্ল্যানে উপলব্ধ সমস্ত সুবিধা সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: দেখে নিন Airtel এর সমস্ত কাস্টমার কেয়ার নম্বরের তালিকা, কাজে আসতে পারে যে কোন সময়

199 টাকার প্ল্যানটির দাম এখন 299 টাকা করা হয়েছে

Jio চুপিসারে তাদের এন্ট্রি-লেভেল পোস্টপেইড প্ল্যানের দাম 199 টাকা থেকে বাড়িয়ে 299 টাকা করেছে। এই প্ল্যানটি কোম্পানির ওয়েবসাইটেও নতুন দামে তালিকাভুক্ত করা হয়েছে। 299 টাকার প্ল্যানের কথা এখন মোট 30GB ডেটা পাওয়া যাচ্ছে। ডেটা শেষ হওয়ার পরে গ্রাহকদের প্রতি 1GB ডেটা ব্যবহারের জন্য 10 টাকা দিতে হবে। আগে এই প্ল্যানে 25GB ডেটা পাওয়া যেত।

এই প্ল্যানে ইউজারদের জন্য আনলিমিটেড টকটাইম এবং দৈনিক 100টি SMS এর সুবিধা রয়েছে। এছাড়াও এই প্ল্যানে JioTV, JioCinema, JioSecurity, এবং JioCloud সহ অ্যাপগুলির Jio Suite-এর জন্য একটি কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন রয়েছে। যদিও এটি একটি ব্যক্তিগত প্ল্যান, যার মানে এটি অ্যাড-অন কানেকশন প্রদান করে না। শুধু তাই নয়, এই প্ল্যানে আনলিমিটেড 5G ডেটা পাওয়া যায়। আরও পড়ুন: লঞ্চ হল Xiaomi এর দুটি বাজেট স্মার্টফোন Redmi A2 এবং Redmi A2+, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন

Reliance Jio সম্প্রতি এক মাসের ফ্রি ট্রায়াল সহ তাদের নতুন ফ্যামিলি প্ল্যান Jio Plus লঞ্চ করেছে। Jio Plus প্ল্যানে প্রথম কানেকশনের জন্য গ্রাহকদের 399 টাকা দিতে হবে। এই প্ল্যানে 3টি অতিরিক্ত কানেকশন যোগ করা যাবে। প্রতিটি অতিরিক্ত কানেকশনের জন্য ইউজারদের 99 টাকা দিতে হবে। Jio Plus-এ 4টি কানেকশনের জন্য প্রতি মাসে 696 টাকা (399+99+99+99) দিতে হবে। এই প্ল্যানে 75GB ডেটা পাওয়া যাবে। 4টি কানেকশন সহ একটি ফ্যামিলি প্ল্যানে সিঙ্গেল সিমের জন্য প্রতি মাসে প্রায় 174 টাকা খরচ হবে৷

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here