100টিরও বেশি মোবাইল অ্যাপে পাওয়া গেছে ক্ষতিকর ম্যালওয়্যার, এখনই করে দিন ডিলিট

Highlights

  • 100টি মোবাইল অ্যাপে SpinOk নামের Malware পাওয়া গেছে।
  • এই স্পাইওয়্যার বিজ্ঞাপন SDK হিসাবে লুকিয়ে রাখা হয়েছিল।
  • এই স্পাইওয়্যার ইউজারদের ফোন থেকে ডেটা চুরি করত।

মোবাইল অ্যাপের মাধ্যমে দিন দিন ম্যালওয়্যার অ্যাটাকের সংখ্যা বেড়েই চলেছে। হ্যাকাররা ইউজারদের ডেটা চুরি করার জন্য আলাদা আলাদা জায়গায় ম্যালওয়্যার লুকিয়ে রাখে। এবার প্লে স্টোরে উপস্থিত 100টিরও বেশি অ্যাপে ক্ষতিকর ম্যালওয়্যার পাওয়া গেছে। এই ম্যালওয়্যারের নাম রাখা হয়েছে SpinOk স্পাইওয়্যার। সবচেয়ে বড় কথা এইসব অ্যাপগুলি এত দিনে 400 মিলিয়নেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে। আরও পড়ুন: লঞ্চের আগেই সামনে এল Redmi 12 ফোনটির স্পেসিফিকেশন এবং দাম, জেনে নিন ডিটেইলস

দেখুন SpinkOk স্পাইওয়্যারযুক্ত অ্যাপের লিস্ট

42,10,00,000 বার ডাউনলোড করা হয়েছে অ্যাপ

জানিয়ে রাখি ব্লীপিং কম্পিউটারের মাধ্যমে ডঃ ওয়েবের সিকিউরিটি রিসার্চাররা 101টি এরকম অ্যান্ড্রয়েড অ্যাপের খোঁজ দিয়েছে যার মধ্যে SpinOk স্পাইওয়্যার রয়েছে। রিপোর্ট অনুযায়ী সব মিলিয়ে এই অ্যাপগুলি মোট 42,12,90,300 বার ডাউনলোড করা হয়েছে। অর্থাৎ যাদের ফোনে এই অ্যাপগুলি রয়েছে তাদের সঙ্গে ভবিষ্যতে সাইবার ফ্রড হতে পারে।

প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে অ্যাপ

রিসার্চারদের তরফ থেকে গুগলকে এই বিষয়ে আপডেট দেওয়া হয়েছে এবং নিজেদের ডেটা সুরক্ষিত রাখার জন্য ফোন থেকে যেন এইসব অ্যাপ ডিলিট করে দেওয়ার কথা সাধারণ মানুষদের জানানো হয়েছে। আমরা বলব, যে কোন অ্যাপ ডাউনলোডের আগে সেই অ্যাপের নাম, ডেসক্রিপশনসহ অন্যান্য তথ্য চেক করে নিন। এছাড়া অ্যান্টিভাইরাস সফটওয়্যারও ইনস্টল করে রাখতে পারেন। আরও পড়ুন: চাইনিজ সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত Realme GT Neo 5 Pro স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

রিপোর্ট অনুযায়ী এই অ্যাপগুলি ইউজারদের আকর্ষণ করার জন্য প্রতিদিন ফ্রি গিফটের পাশাপাশি মিনি গেমসের আয়োজন করত ফলে অ্যাপগুলিতে নিয়মিত ইউজার বজায় থাকত। একবার ডাউনলোড হয়ে গেলে অ্যাপে উপস্থিত ম্যালওয়্যার ইউজারদের ডেটা চুরি করে রিমোট সার্ভারে পাঠিয়ে দিত এবং সেখানে হ্যাকাররা সেগুলি দেখতে পারত।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here