14,998 টাকা দামে আমাজনে লিস্টেড হলো Xiaomi Mi A3, পেশ করা হবে 6 জিবি ও 4 জিবি র‍্যাম ভেরিয়েন্টে

Xiaomi ঘোষণা করে দিয়েছে কোম্পানি আগামী 21 আগস্ট ভারতে নতুন ফোন লঞ্চ করতে চলেছে। Xiaomi তাদের “মি” সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে নতুন ডিভাইস Mi A3 লঞ্চ করবে। Xiaomi Mi A3 ফোনটি আগেই আন্তর্জাতিক মঞ্চে লঞ্চ করা হয়েছে যার ফলে ফোনটির স্পেসিফিকেশন আগে থেকেই সবার জানা। এবার ফোনটি ভারতে লঞ্চের আগেই Xiaomi Mi A3 এর দাম‌ও জানা গেছে। শপিং সাইট আমাজন ইন্ডিয়া Xiaomi Mi A3 এর দাম জানিয়ে দিয়েছে।

আবার Reliance Jio হলো দেশের সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন 4জি নেটওয়ার্ক

Xiaomi Mi A3 এর জন্য আমাজন অনেক আগে থেকেই প্রোডাক্ট পেজ বানিয়ে রেখেছে যার থেকে জানা গেছে “মি এ” সিরিজের এই আগামী স্মার্টফোন এক্সক্লুসিভ আমাজন ইন্ডিয়াতেই বেচা হবে। 21 আগস্ট এই প্রোডাক্ট পেজে Xiaomi Mi A3 এর লঞ্চ ইভেন্ট লাইভ দেখানো হবে। কিন্তু কোম্পানির এই আগামী স্মার্টফোন লঞ্চের আগেই আমাজন ভুল করে Xiaomi Mi A3 এর দাম পোস্ট করে দিয়েছে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী আমাজনের লাইটনিং ডিলসে Xiaomi Mi A3 স্মার্টফোনটিও জুড়ে দেওয়া হবে। এই খবরটি যতক্ষণে লেখা হয়েছে ততক্ষণে আমাজনের পক্ষ থেকে তাদের ভুল শুধরে নেওয়া হয়েছে কিন্তু এর মধ্যেই ইন্টারনেটে Xiaomi Mi A3 এর দামের স্ক্রিনশট ভাইরাল হয়ে গেছে। আমাজনের এই লিস্টিং থেকে জানা গেছে ভারতে Xiaomi Mi A3 এর দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হবে। এই দুটি ভেরিয়েন্টে যথাক্রমে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি এবং 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি দেওয়া থাকবে।

28 আগস্ট OPPO Reno 2 এর সঙ্গে লঞ্চ হবে Reno 2Z এবং Reno 2F, তিনটি ফোনেই থাকবে 48 মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক‍্যামেরা

ইন্টারনেটে ভাইরাল হ‌ওয়া স্ক্রিনশটে Xiaomi Mi A3 এর 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম বলা হয়েছে 14,998 টাকা। এক‌ই ভাবে 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 17,498 টাকা দেখানো হয়েছে। এই লিস্টিঙে Xiaomi Mi A3 এর Not Just Blue, More Than White ও Kind of Grey এই তিনটি কালার ভেরিয়েন্ট দেখানো হয়েছে। আপাতত এই লিকের পর মনে করা হচ্ছে Xiaomi এবার তাদের Mi A3 এর দামে ফেরবদল করতে চলেছে।

স্পেসিফিকেশন
Xiaomi Mi A3 ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যা 1560 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.088 ইঞ্চির এইচডি+ এমোলেড ডিসপ্লেযুক্ত। কোম্পানি এই ডিসপ্লের নাম রেখেছে ড্রপনচ ডিসপ্লে যা কর্নিংং গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্টেড। এই ফোনটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করে। কোম্পানির পক্ষ থেকে Xiaomi Mi A3 অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে যা 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 চিপসেটে রান করে।

5,000 এম‌এএইচের ব‍্যাটারী ও 4 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হবে Xiaomi Redmi 8A, লঞ্চের আগেই লিক হলো স্পেসিফিকেশন

Xiaomi Mi A3 কোম্পানির পক্ষ থেকে 4 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হয়েছে যা স্পেনে 64 জিবি ও 128 জিবি ইন্টারনাল মেমরিযুক্ত দুটি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হয়। দুটি ভেরিয়েন্টেই মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ফোনের মেমরি 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়। উন্নত গ্ৰাফিক্সের জন্য Xiaomi Mi A3 তে অ্যাড্রিনো 610 জিপিইউ আছে। সেলফির জন্য এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে।

ফোটোগ্ৰাফির জন্য Xiaomi Mi A3 এর ব‍্যাক প‍্যানেলে তিনটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি সোনী সেন্সর আছে। এছাড়াও শাওমির এই নতুন ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। ডুয়েল সিম ও 4জি এলটিইর সঙ্গে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Xiaomi Mi A3 তে কুইক চার্জ 3.0 টেকনিকযুক্ত 4,030 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here