Exclusive: প্রকাশ‍্যে এল Redmi 9 Power ও Mi 10i এর র‍্যাম, স্টোরেজ ও কালার ভেরিয়েন্ট, শীঘ্রই ভারতে হবে লঞ্চ

গত সপ্তাহে শাওমির পক্ষ থেকে চীনে 5জি কানেক্টিভিটির সঙ্গে Redmi Note 9 সিরিজ লঞ্চ করেছে। কোম্পানি এখনও পর্যন্ত ভারতে ফোনগুলি পেশ করার বিষয়ে অফিসিয়ালি কিছু জানায়নি। কয়েক দিন আগে খবর পাওয়া গিয়েছিল এই ডিসেম্বর মাসে কোম্পানি ভারতে Redmi 9 Power ও Mi 10i লঞ্চ করতে পারে। এবার আমরা টিপস্টার ঈশান অগ্ৰবালের থেকে Redmi 9 Power ও Mi 10i এর র‍্যাম, স্টোরেজ ও কালার ভেরিয়েন্ট সম্পর্কে তথ্য পেয়েছি।

আরও পড়ুন: Nokia C3 এখন আরও সস্তা, মাত্র 6,999 টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে এই সুন্দর স্মার্টফোন

শীঘ্রই ভারতে এই ফোনদুটি পেশ করা হতে পারে। এখনও পর্যন্ত ফোনদুটির লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানা যায়নি। কয়েক দিন আগেই গুগল প্লে কনসোলে ফোনগুলি স্পট করা হয়েছে। এবার আমরা Redmi 9 Power ও Mi 10i এর ইন্ডিয়া সেন্ট্রিক ডিটেইলসের এক্সক্লুসিভ তথ্য জানতে পেরেছি।

আমাদের পাওয়া তথ্য অনুযায়ী Redmi 9 Power ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হবে। ফোনটি 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি ও 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে।এছাড়া এই ফোনটি ব্ল‍্যাক, ব্লু ও গ্ৰীন কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। কোম্পানি তাদের Redmi Note 9 4G ফোনটি Redmi 9 Power নামে ভারতে পেশ করতে পারে। যেহেতু এবিষয়ে সঠিকভাবে কোনো তথ্য জানা যায়নি তাই এখন আমরা রেডমি 9 পাওয়ার ফোনটিকে ভারতীয় মার্কেটের জন্য একদম নতুন একটি ডিভাইস মনে করছি।

আরও পড়ুন: 6GB RAM ও অ্যাডভান্স ফিচারের সঙ্গে Micromax আনছে নতুন স্মার্টফোন, আবার কি চাপের মুখে Xiaomi?

কোম্পানির পক্ষ থেকে Mi 10i ফোনটিও একাধিক র‍্যাম ও স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হতে পারে। ফোনটি 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হবে বলে জানা গেছে। এই ফোনটি ব্ল‍্যাক, ব্লু ও গ্ৰেডিয়েন্ট অরেঞ্জ/ ব্লু কালার ভেরিয়েন্টে পেশ করা হতে পারে।

Mi 10i ফোনটিকে কয়েক দিন আগে চীনে লঞ্চ করা Redmi Note 9 Pro 5G এর রিব্র‍্যান্ডেড ভার্সন বলে মনে করা হচ্ছে। গুগল প্লে কনসোলের লিস্টিং থেকে জানা গেছে Mi 10i ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 750G SoC ও 6 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হবে। অন‍্যদিকে Redmi 9 Power ফোনটি স্ন‍্যাপড্রাগন 662 ও 4 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করা হতে পারে।

আরও পড়ুন: শীঘ্রই ভারতে আসছে 48MP ক‍্যামেরাযুক্ত Vivo Y51, দাম হবে 20,000 টাকার কম

যদি Mi 10i ফোনটি সত্যি সত্যিই Redmi Note 9 Pro 5G এর রিব্র‍্যান্ডেড ভার্সন হয় তবে এর কিছু স্পেসিফিকেশন আমরা আগে থেকেই জানি। উল্লেখযোগ্য 120 হার্টস রিফ্রেশরেট, 6.67 ইঞ্চির FHD+ ডিসপ্লে, 108 মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ‌, 4,880 এম‌এএইচের ব‍্যাটারী ও 33 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি। দুর্ভাগ্যবশত কোম্পানি এখনও পর্যন্ত Redmi 9 Power ও Mi 10i এর ভারতে লঞ্চ ডেট সম্পর্কে কিছুই জানানো হয়নি। তবে র‍্যাম, স্টোরেজ ও কালার ভেরিয়েন্ট সম্পর্কে তথ্য সামনে আসায় বোঝা যাচ্ছে শীঘ্রই ফোনগুলি দেশে লঞ্চ হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here