Apple এর পথে Xiaomi এর যাত্রা, চার্জার ছাড়াই লঞ্চ হল 108MP ক‍্যামেরাওয়ালা Mi 11, সবচেয়ে শক্তিশালী প্রসেসর এর ক্ষমতা

শাওমি গতকাল অর্থাৎ সোমবার তাদের ঘরোয়া মার্কেট চীনে একটি ইভেন্টের মাধ্যমে মি 11 সিরিজ লঞ্চ করেছে। ফ্ল‍্যাগশিপ মি 11 সিরিজে আপাতত শুধু Mi 11 ফোনটিই পেশ করা হয়েছে। এই ফোনে আগে লঞ্চ করা মি 10 ফোনটির তুলনায় বেশ কিছু আপগ্ৰেডেড ফিচার দেখা যাবে। এছাড়া উল্লেখ্য এটি শাওমির প্রথম এমন স্মার্টফোন যার সঙ্গে চার্জার দেওয়া হচ্ছে না। অর্থাৎ কেউ এই ফোনটি কিনলে তিনি সাথে চার্জার পাবেন না, আলাদা ভাবে দাম দিয়ে চার্জার কিনতে হবে। এর আগে অ্যাপেল তাদের আইফোন 12 সিরিজের ক্ষেত্রেও এমন করেছে।

আরও পড়ুন: শুরু হচ্ছে ভারতের সবচেয়ে বড় টেক অ্যাওয়ার্ড শো The Indian Gadget Awards 2020

ডিজাইন

কোম্পানি তাদের Mi 11 ফোনটির ফ্রন্ট প‍্যানেলে ওপরের বাঁদিকের কোণায় পাঞ্চ হোল কাট‌আউট যোগ করেছে। ফোনটির ডিসপ্লের তিন দিক বেজল লেস করা হয়েছে। ফুল ভিউ স্ক্রিন এক্সপেরিয়েন্সের জন্য ফোনের ডান ও বাঁ দিকে স্ক্রিন কার্ভড করা হয়েছে। এই ডিসপ্লের চারদিকে কার্ভড এজ দেওয়া হয়েছে। ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন অবস্থিত। এছাড়া Mi 11 এর ব‍্যাক প‍্যানেলে স্কোয়ার মডিউলের মধ্যে তিনটি লেন্স ও একটি এল‌ইডির সঙ্গে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে।

ডিসপ্লে

Mi 11 এ 1500 nits ব্রাইটনেস, 480Hz টাচ স‍্যাম্পেলিং রেট ও 120Hz রিফ্রেশরেটযুক্ত 1440 × 3200 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.81 ইঞ্চির 2K WQHD AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের মধ্যে সেলফি ক‍্যামেরার জন্য পাঞ্চ হোল কাট‌আউট আছে। এছাড়া কোম্পানির পক্ষ থেকে এতে HDR10+ এর সাপোর্ট ও কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন যোগ করা হয়েছে।

আরও পড়ুন: দুর্দান্ত ফিচারের সঙ্গে নতুন বছরে আসছে Google Pixel 6, সামনে এল পেটেন্ট

শক্তিশালী প্রসেসর

কোম্পানির Mi 11 ফোনটি বিশ্বের প্রথম স্ন‍্যাপড্রাগন 888 চিপসেটযুক্ত স্মার্টফোন। জানিয়ে রাখি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্মার্টফোন কোম্পানির মধ্যে মার্কেটে স্ন‍্যাপড্রাগন 888 চিপসেটসহ স্মার্টফোন লঞ্চের প্রতিযোগিতা চলছিল। এক্ষেত্রে শাওমি রেস জিতে দেখিয়ে দিল। কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 888 চিপসেটটি আগের অন‍্যান‍্য প্রসেসরের তুলনায় যথেষ্ট আপগ্ৰেডেড। কোয়ালকমের বেঞ্চমার্ক রেজাল্টে এই চিপসেটে সিপিইউ, গ্ৰাফিক্স, AI এর সঙ্গে অন‍্যান‍্য ডিপার্টমেন্টে উন্নত পারফরম্যান্স দেখানো হয়েছে।

তবে বক্সে থাকছে না চার্জার

এতসব দুর্দান্ত ফিচারের পর‌ও কোম্পানির ফ‍্যানদের হতাশ হ‌ওয়ার জন্য একটি বড় কারণ আছে। এই ফোনটি কেনার সময় ফোনের সঙ্গে চার্জার পাওয়া যাবে না। কোম্পানি প্রতিবারের মতো এবারেও লঞ্চের আগে কিছু ফ্ল‍্যাগশিপ ফিচার টীজ করেছিল এবং তখন এই কথাটির আভাস ছিল। শাওমির সিইও Lei Jun জানিয়েছিলেন কোম্পানির পক্ষ থেকে নেওয়া একটি পদক্ষেপ পরিবেশের জন্য যথেষ্ট উপকারী হবে।

আরও পড়ুন: ভারতীয় ওয়েবসাইটে লিস্টেড হল Realme Q2, শীঘ্রই হবে লঞ্চ

ক‍্যামেরা

 ফোটোগ্রাফির জন্য কোম্পানি Mi 11 এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ যোগ করেছে। এতে এফ/1.85 অ্যাপার্চারযুক্ত 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারের‌ই ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেলের টেলিফোটো ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে MEMC ভিডিও ফ্রেম টেকনোলজি, OIS, রিয়েল টাইম SDR টু HDR এবং ভিডিও সুপার রেজলিউশনের মতো ফিচার পাওয়া যায়। সেলফির জন্য এই ফোনের ফ্রন্ট প‍্যানেলে 20 মেগাপিক্সেলের পাঞ্চ হোল ক‍্যামেরা আছে।

র‍্যাম ও স্টোরেজ

ডুয়েল ন‍্যানো সিমের সঙ্গে Mi 11 অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমযুক্ত MIUI 12.5 এ কাজ করে। এই ফোনে 12GB LPDDR5 র‍্যামের সঙ্গে 256GB UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ আছে।

আরও পড়ুন: 7 জানুয়ারি হবে তুলকালাম, চাপে পড়বে চাইনিজ কোম্পানি : Lava

কানেক্টিভিটি ও ব‍্যাটারী

Mi 11 এ Harman kardon এর টিউনিং করা স্টেরিও স্পীকার দেওয়া হয়েছে। এই ফোনে ইন বিল্ট হার্টবিট সেন্সরের সঙ্গে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার আছে। এতে Wi-Fi 6E ও NFC ফিচার আছে এবং এই ফোনটি এক সঙ্গে দুটি ডিভাইসের সঙ্গে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট হতে পারে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Mi 11 এ Mi TurboCharge 55W ওয়‍্যারড এবং 50W ওয়‍্যারলেস চার্জিং সাপোর্টেড 4,600 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটি 10W রিভার্স ওয়‍্যারলেস চার্জিং করতে সক্ষম।

দাম

চীনে কোম্পানির পক্ষ থেকে Mi 11 এর তিনটি ভেরিয়েন্ট পেশ করা হয়েছে। ফোনটির 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট CNY 3,999 (প্রায় 45,000 টাকা), 8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্ট CNY 4,299 (প্রায় 48,000 টাকা) এবং 12 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্ট CNY 4,699 (প্রায় 52,800 টাকা) দামে সেল করা হবে। ফোনটি ব্ল‍্যাক, ব্লু ও হোয়াইট কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এছাড়া খয়েরি ও বেগুনি রঙের একটি স্পেশাল লেদার ভেরিয়েন্ট‌ও আনা হয়েছে। ইতিমধ্যে ফোনটির প্রি-অর্ডার শুরু হয়ে গেছে এবং আগামী 1 জানুয়ারি থেকে চীনে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here