3,950 এম‌এএইচ ব‍্যাটারী এবং ডুয়েল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে Micromax iOne Note, সমস‍্যায় পড়বে Redmi 8A

ভারতীয় স্মার্টফোন প্রস্ততকারক কোম্পানি Micromax খুব তাড়াতাড়ি বাজারে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি টিজ করে জানানো হয়েছে যে কোম্পানি Micromax iOne Note নামে নতুন ফোন ভারতীয় মার্কেটে পেশ করতে চলেছে। এই ফোনটির টিজারে কোম্পানি কোনো স্পেসিফিকেশন সম্পর্কে উল্লেখ করেনি। চলুন ফোনটির ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক। 

তিনটি রেয়ার ক‍্যামেরা এবং শক্তিশালী প্রসেসরের সঙ্গে চলে এলো LG G8s ThinQ, সমস‍্যায় পড়তে পারে OnePlus 7T

কোম্পানি এখনও পর্যন্ত Micromax iOne Note এর লঞ্চ ডেট সম্পর্কে কোনো ঘোষণা করেনি। কিন্তু ফোনটির ডিজাইন, স্পেসিফিকেশন ও ফিচার আমরা জানতে পেরেছি। Micromax iOne Note ফোনটির ফ্রন্ট প‍্যানেলে ওয়াটারড্রপ স্টাইল নচ থাকবে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ভার্টিক‍্যাল শেপে এল‌ইডি ফ্ল‍্যাশসহ ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এছাড়া ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর‌ও থাকবে বলে জানা গেছে। ফোনটির ব‍্যাক প‍্যানেল গ্লসি ফিনিশের সঙ্গে পেশ করা হবে। 

স্পেসিফিকেশন

Micromax iOne Note এ 720 × 1560 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.088 ইঞ্চির এইচডি+ V নচ ডিসপ্লে থাকবে। এই ফোনটিতে 1.6 গিগাহার্টস + 1.25 গিগাহার্টস প্রসেসর দেওয়া হবে। এর সঙ্গে Micromax iOne Note এ 3 জিবি র‍্যাম এবং 32 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 64 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। 

লঞ্চ হল Xiaomi এর সস্তা ফোন Redmi 8A, তবে কি পিছিয়ে পড়বে Realme C2?

ফোটোগ্ৰাফির জন্য Micromax iOne Note এ ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে বলে জানা গেছে। এই সেট‌আপে13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর এবং 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর থাকবে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনের ফ্রন্ট প‍্যানেলে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Micromax iOne Note এ 3,950 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব‍্যাটারী 18 ঘন্টার টকটাইম দিতে সক্ষম। আপাতত এখনও পর্যন্ত ফোনটির দাম সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। তবে আশা করা হচ্ছে এই ফোনটি বাজেট ক‍্যাটাগরিতে লঞ্চ করা হবে। 

গত বছর কোম্পানির পক্ষ থেকে Infinity N11 এবং Infinity N12 স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল। কোম্পানির পক্ষ থেকে Micromax Infinity N11 ফোনটি 8,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল এবং Micromax Infinity N12 ফোনটির দাম রাখা হয়েছিল 9,999 টাকা। Micromax Infinity N11 এবং Micromax Infinity N12 এই দুটি ফোন‌ই কোম্পানির পক্ষ থেকে 19:9 আসপেক্ট রেশিওযুক্ত নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছিল। 

Exclusive : লঞ্চের আগেই দেখে নিন কেমন হবে 12 জিবি র‍্যাম ও কোয়াড রেয়ার ক‍্যামেরাওয়ালা OPPO Reno Ace

এতে 6.18 ইঞ্চির আইপিএস এলসিডি এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছিল। Micromax Infinity N11 এবং Micromax Infinity N12 ফোনদুটি অ্যান্ড্রয়েড অরিওর সঙ্গে পেশ করা হয়েছিল যা 2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও পি22 চিপসেটে রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য ফোনদুটিতে আইএমজি পাওয়ারভিআর জিপিইউ দেওয়া হয়েছিল। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here