লিক হল Moto G10 Play এর ডিজাইন ও স্পেসিফিকেশন, জেনে নিন কেমন হবে এই সুন্দর ফোনটি

অনলাইনে দেখা গেছে Moto G10 Play এর স্পেসিফিকেশন ও রেন্ডার। টিপস্টার OnLeaks Voice ওয়েবসাইটের সঙ্গে হাত মিলিয়ে এই তথ্য সামনে এনেছেন। টিপস্টার ফোনটির মডেল নাম্বার বলেছেন XT-2117, যার ফলে মনে করা হচ্ছে ফোনটি Moto G9 Play এর আপগ্ৰেডেড ভেরিয়েন্ট হবে। তবে আপাতত Moto G10 Play এর লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানা যায়নি। কিন্তু লিক রেন্ডার থেকে ডিভাইসটির ডিজাইন সম্পর্কে ধারণা করা যায়। চলুন দেখে নেওয়া যাক ফোনটির সমস্ত ডিটেইলস সম্পর্কে।

আরও পড়ুন: ভারতে আসছে সস্তা Samsung Galaxy M02, জেনে নিন ডিটেইলস

OnLeaks এর তথ্য অনুযায়ী Moto G10 Play এর ডায়মেনশন হবে 165.3 × 75.4 × 9.5 এম‌এম এবং এতে 6.5 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। ডিসপ্লের নিচে চ‌ওড়া চিন পার্ট ও ওপরে পাঞ্চ হোল কাট‌আউট থাকবে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে স্কোয়ার শেপে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। আপাতত ফোনটির ক‍্যামেরা সেন্সর ডিটেইলস সম্পর্কে কিছু জানা যায়নি। Moto G10 Play এর ওপরের প‍্যানেলে 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক ও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

এর আগে FCC TUV Rheinland সার্টিফিকেশন সাইটে XT-2117 মডেল নাম্বারযুক্ত ফোনটি দেখা গেছে। TUV লিস্টিং অনুযায়ী এই ফোনে 4,850 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হতে পারে, তাই মনে করা হচ্ছে এতে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী থাকবে।

আরও পড়ুন: WhatsApp এ আসছে অসাধারণ ফিচার, 7 দিন পর নিজে থেকেই মুছে যাবে ম‍্যাসেজ: জেনে নিন কিভাবে

প্রসঙ্গত জানিয়ে রাখি কিছু দিন আগে একটি কানাডিয়ান রিটেইলার সাইটে Moto E7 ফোনটি দেখা গেছে। ভুল করেই এই লিস্টিংটি লাইভ হয়ে গেছে বলে মনে করা হচ্ছে, তবে এই ভুলের জন‍্য‌ই লঞ্চের আগে কোম্পানির আগামী মোটো ই7 এর স্পেসিফিকেশন জানা গেছে। ফোনটির ফোটো ও ফিচারের সঙ্গে সঙ্গে সাইটে ফোনটির দাম সম্পর্কেও লেখা ছিল। এই লিস্টিং সামনে আসার পর থেকে মনে করা হচ্ছে শীঘ্রই মার্কেটে মোটো ই7 ফোনটি পেশ করা হবে।

উপরোক্ত লিস্টিং অনুযায়ী মোটো ই7 ফোনটি 19:9 আসপেক্ট রেশিওযুক্ত 1520 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.2 ইঞ্চির এইচডি+ ম‍্যাক্স ভিশন ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। এতে ‘ইউ’ শেপের ওয়াটারড্রপ নচ স্ক্রিন থাকবে এবং এই স্ক্রিনের চারদিকে বেজল দেওয়া হবে। ফোনটির ডায়মেনশন 159.8 × 76.6 × 8.7 এম‌এম এবং ওজন 181.2 গ্ৰাম হবে।

SOURCE

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here