ভারতে আসছে সস্তা Samsung Galaxy M02, জেনে নিন ডিটেইলস

Samsung Galaxy M02 সম্পর্কে দীর্ঘদিন ধরে বিভিন্ন লিক পাওয়া যাচ্ছে। এই লো বাজেট সেগমেন্টের ফোনটি এবার Bureau of Indian Standards (BIS) সার্টিফিকেশন সাইটে স্পট করা হয়েছে। এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে স‍্যামসাং তাদের এই নতুন লো বাজেট ফোনটি নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে। শীঘ্রই দক্ষিণ কোরিয়ার এই ইলেকট্রনিক কোম্পানি তাদের ‘গ‍্যালাক্সি এম’ সিরিজের নতুন ফোন লঞ্চ করতে পারে। কোম্পানির আগামী Samsung Galaxy M02 ফোনটি আগের Samsung Galaxy M01 এর আপগ্ৰেডেড ভার্সন হবে। আবার কানাঘুষো শোনা যাচ্ছে এই ফোনটি নতুন গ‍্যালাক্সি এ02 এর রিব্র‍্যান্ডেড ভার্সন হতে পারে।

আরও পড়ুন: 48MP ক‍্যামেরা ও 128GB মেমরিসহ ভারতে এল Vivo V20 SE, প্রতিযোগিতায় Xiaomi-Realne

BIS (Bureau of Indian Standards) সার্টিফিকেশন সাইটে Samsung Galaxy M02 ফোনটি SM-M025F/DS মডেল নাম্বারের সঙ্গে স্পট করা হয়েছে। এই আগামী ফোনে ডুয়েল সিম স্লট দেওয়া হবে। বেশ কিছু দিন আগে এই ফোনটি বেঞ্চমার্কিং ওয়েবসাইট গীকবেঞ্চে দেখা গিয়েছিল। সেখানেও ফোনটির মডেল নাম্বার বলা হয় SM-A025F। লিস্টিঙের ফোনটি অক্টাকোর কোয়ালকম স্ন‍্যাপড্রাগন চিপসেটে রান করতে পারে। লিস্টিং অনুযায়ী ফোনটিতে 1.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত প্রসেসর থাকবে। SM-A025F মডেল নাম্বারযুক্ত এই ফোনটি গীকবেঞ্চে সিঙ্গেল কোরে 751 এবং মাল্টি কোরে 3824 পয়েন্ট পেয়েছে।

আগের পাওয়া তথ্য অনুযায়ী Samsung Galaxy M02 ফোনটিতে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 450 চিপসেট, 2 জিবি র‍্যাম, 32 জিবি স্টোরেজ, মাইক্রোএসডি কার্ড স্লট ও অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম দেওয়া হবে। আশা করা হচ্ছে মার্কেটে ফোনটির 3 জিবি র‍্যাম ভেরিয়েন্ট‌ও পেশ করা হবে।

আরও পড়ুন: শীঘ্রই ভারতে লঞ্চ হবে Realme X7 সিরিজ, ওয়েবসাইটে লিস্টেড হল নতুন স্মার্টফোন

Samsung Galaxy A02

কয়েক দিন আগে চীনের বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে Samsung Galaxy A02s ফোনটি দেখা গেছে। এই লিস্টিং অনুযায়ী ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে ওয়ান ইউআইতে কাজ করবে। প্রসেসিঙের জন্য এতে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 450 চিপসেট দেওয়া হতে পারে। Samsung Galaxy A02s এ 2 জিবি র‍্যাম থাকবে এবং গ্ৰাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 506 জিপিইউ দেওয়া হবে।

লিক অনুযায়ী Samsung Galaxy A02 ফোনটি 5.7 ইঞ্চির এইচডি+ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। ফোটোগ্ৰাফির জন্য এতে 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সরযুক্ত ডুয়েল ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। সেলফির জন্য 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হতে পারে। এছাড়া পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,500 এম‌এএইচের ব‍্যাটারী থাকবে।

Source

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here