মাত্র 9,999 টাকা দামে লঞ্চ হল 50MP ক্যামেরা এবং 4GB RAM সহ Moto G14, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন

Highlights

  • অফারে এই ফোনটি 9,299 টাকা দামে কেনা যাবে।
  • ফোনটিতে 3 বছরের সিকিউরিটি আপগ্রেড পাওয়া যাবে।
  • আইপি52 রেটিং থাকায় এই ফোনটি ওয়াটারপ্রুফ।

আজ মোটোরলা ভারতের মার্কেটের লো বাজেট সেগমেন্টে নতুন একটি স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে ভারতে Moto G14 ফোনটি লঞ্চ করা হয়েছে। 50MP Camera, 6GB RAM এবং 5,000mAh Battery সহ এই সুন্দর ফোনটির দাম মাত্র 9,999 টাকা রাখা হয়েছে। এই পোস্টে লেটেস্ট Moto G14 ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল। আরও পড়ুন: আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হল Realme 11 4G এবং 5G মডেল, জেনে নিন স্পেসিফিকেশন এবং দাম

Moto G14 এর দাম

ভারতে Moto G14 ফোনটি 4GB RAM এবং 128GB স্টোরেজ সহ একটিমাত্র ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির লঞ্চ প্রাইস রাখা হয়েছে মাত্র 9,999 টাকা। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দামে 750 টাকার অফারও দেওয়া হচ্ছে, যার ফলে ফোনটি কেনার জন্য মাত্র 9,249 টাকা খরচ করতে হবে। আগামী 8 আগস্ট থেকে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনটির সেল শুরু হবে।

Moto G14 এর স্পেসিফিকেশন

স্ক্রিন: মোটো জি14 ফোনটিতে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.5 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন পাণ্ডা গ্লাস দিয়ে প্রোটেক্টেড করা হয়েছে এবং এটি 60 হার্টস রিফ্রেশরেট ও 120 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে।

প্রসেসর: Moto G14 ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং মাই ইউএক্স সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত ইউনিসক টি616 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়া গ্রাফিক্সের জন্য এতে মালী জি57 জিপিইউ রয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করার পর এই ফোনে একটানা 94 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক করা যায়। এছাড়া এই ফোনে 20 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি রয়েছে।

অন্যান্য ফিচার: মোটো জি14 ফোনটিকে ওয়াটারপ্রুফ করার জন্য এতে আইপি52 রেটিং দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য ফোনের ডানদিকের প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এই ফোনে ডলবি অ্যাটমস স্টেরিও স্পিকার এবং 3.5 এমএম জ্যাকের মতো প্রয়োজনীয় ফিচার রয়েছে। এই ফোনটি মাত্র 7.99 এমএম চওড়া।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here