আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হল Realme 11 4G এবং 5G মডেল, জেনে নিন স্পেসিফিকেশন এবং দাম

Highlights

  • Realme 11 4G ভিয়েতনামে লঞ্চ করা হয়েছে।
  • তাইওয়ানে Realme 11 5G লঞ্চ হয়েছে।
  • দুটি মডেলই ভারত সহ অন্যান্য মার্কেটে লঞ্চ হতে পারে।

Realme তাদের 11 সিরিজের অধীনে আন্তর্জাতিক মার্কেটে Realme 11 4G এবং Realme 11 5G মডেল লঞ্চ করেছে। কোম্পানির 4G মডেলটি ভিয়েতনামে লঞ্চ হয়েছে এবং 5G মডেলটি তাইওয়ানে লঞ্চ হয়েছে। এই দুটি মডেল শীঘ্রই ভারত সহ অন্যান্য মার্কেটে লঞ্চ হতে পারে। এই পোস্টে আপনাদের এই দুটি ডিভাইসের স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: মাত্র 16499 টাকা দামে লঞ্চ হল JioBook ল্যাপটপ, জেনে নিন স্পেসিফিকেশন

Realme 11 5G ফোনের দাম

Realme 11 5G ফোনটি তাইওয়ানের অফিসিয়াল ওয়েবসাইটে দেখা গেছে। ডিভাইসটি NT$ 8,990 দামে অর্থাৎ প্রায় 23,000 টাকা দামে মার্কেটে লঞ্চ হয়েছে। ইউজাররা এই ডিভাইসটিতে 8GB RAM ,256GB ইন্টারনাল স্টোরেজের সুবিধা পাবেন। এই ফোনটি Black এবং Golden এই দুটি কালার অপশনে পাওয়া যাবে।

Realme 11 4G ফোনের দাম

Realme 11 4G ফোনটি মার্কেটে দুটি স্টোরেজ অপশনে লঞ্চ হয়েছে। এই ফোনের 128GB ভেরিয়েন্টের দাম VND 7,390,000 অর্থাৎ প্রায় 25,000 টাকা এবং 256GB মডেলের দাম VND 7,990,000 অর্থাৎ প্রায় 28,000 টাকা৷ এই ফোনটিও Black এবং Golden এই দুটি কালার অপশনে পাওয়া যাবে। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হতে পারে POCO M6 Pro 5G স্মার্টফোন, প্রকাশিত হল নতুন টিজার

Realme 11 5G ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই স্মার্টফোনটিতে 6.72-ইঞ্চি FHD+ ডিসপ্লে 680 নিটস পিক ব্রাইটনেস এবং 120Hz রিফ্রেশরেট সাপোর্ট রয়েছে।
  • প্রসেসর: এই ফোনে MediaTek MediaTek Dimensity 6100+ প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali-G57 MC2 GPU রয়েছে।
  • স্টোরেজ: এই ডিভাইসটিতে 8GB RAM + 256GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট রয়েছে, যা 8GB ভার্চুয়াল RAM সাপোর্ট করে।
  • ব্যাটারি: Realme 11 5G ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে যা 67W SuperVOOC চার্জিং সাপোর্ট করে।
  • ক্যামেরা: এই ফোনটিতে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনে 108MP Samsung HM6 প্রাইমারি ক্যামেরা এবং 2MP সেকেন্ডারি ক্যামেরা লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • OS: এই ফোনটি Android 13-এর উপর বেস Realme UI 4.0-এ রান করে।
  • অন্যান্য: কানেক্টিভিটি অপশনের মধ্যে এই ফোনে Wi-Fi 5 এবং ব্লুটুথ 5.2 সাপোর্ট রয়েছে। এই ডিভাইসটিতে একটি সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও রয়েছে।
  • ওজন এবং ডায়মেনশন: এই ডিভাইসটির ওজন 190 গ্রাম এবং ডায়মেনশন 8.05 mm।

Realme 11 4G ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Realme 11 4G ফোনে 6.4-ইঞ্চি sAMOLED ডিসপ্লে রয়েছে।এটি FHD + রেজলিউশন এবং 90Hz রিফ্রেশরেট সাপোর্ট করে। এই ফোনের স্ক্রিনের বাম পাশে পাঞ্চ-হোল কাটআউট ডিজাইন রয়েছে। প্রোটেকশনের জন্য এই ফোনে Gorilla Glass 5 এর প্রোটেকশন রয়েছে।
  • প্রসেসর: এই স্মার্টফোনটি MediaTek Helio G99 প্রসেসরে রান করে।
  • মেমরি: এই ফোনে 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
  • ক্যামেরা: Realme 11 4G ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। যার মধ্যে 108MP প্রাইমারি ক্যামেরা এবং একটি 2MP সেকেন্ডারি লেন্স রয়েছে। সেলফির জন্য এই ফোনে 16MP ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: এই স্মার্টফোনটিতে 5,000mAh ব্যাটারি রয়েছে যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
  • OS: এই মোবাইলটি Android 13 বেস Realme UI 4.0-এ কাজ করে।
  • অন্যান্য: সিকিউরিটির জন্য এই ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল সিম 4G, ওয়াইফাই, ব্লুটুথের মতো বেসিক ফিচারগুলি রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here