মোটোরোলা তাদের বাজেট ফ্রেন্ডলি Moto G35 5G স্মার্টফোন ভারতে লঞ্চের জন্য প্রস্তুত। কোম্পানির পক্ষ থেকে Moto G55 5G ফোনটি গ্লোবাল বাজারে পেশ করার পর, এবার 10 ডিসেম্বর ফোনটি অফিসিয়ালি ভারতে লঞ্চ করতে চলেছে। শপিং সাইট Flipkart এবং Motorola India ওয়েবসাইটের মাধ্যমে লঞ্চ ডেট জানানো হয়েছে। ফ্লিপকার্টের মাইক্রো সাইট অনুযায়ী গ্লোবাল মডেলের মতোই ভারতীয় মেডেলের একইরকম স্পেসিফিকেশন থাকবে। তবে লঞ্চের পরই ভারতীয় মডেলের দাম, স্টোরেজ সম্পর্কে জানা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Moto G55 5G ফোনের ভারতীয় লঞ্চ ডেট ডিটেইলস সম্পর্কে।
Moto G35 5G এর ভারতীয় লঞ্চ ডেট
আগেই জানিয়েছি কোম্পানির পক্ষ থেকে শপিং সাইট ফ্লিপকার্টে আপকামিং ফোনের জন্য ডেডিকেটেড পেজ তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ফোনের লঞ্চ ডেট এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। একইসঙ্গে জানানো হয়েছে ফোনটি বাজেট সেগমেন্টে লঞ্চ করা হবে এবং কোম্পানির পক্ষ থেকে আপকামিং ফোনের জন্য “Extra Hai” ট্যাগলাইন দেওয়া হয়েছে।
স্টাইলের দিক দিয়ে ফোনের তিনটি অপশনই ভালো এবং সব মডেলে প্রিমিয়াম ভেগান লেদার ব্যাক দেওয়া হয়েছে। ফোনটি গ্রিন, রেড এবং ব্ল্যাকের মতো কালার অপশনে লঞ্চ করা হবে। তবে আগামী 10 ডিসেম্বর দাম এবং ভেরিয়েন্ট সম্পর্কে তথ্য জানা যাবে।
Moto G35 5G এর স্পেসিফিকেশন (কনফার্ম)
- ডিসপ্লে: Moto G35 5G ফোনে রাউন্ড এজ এবং ফ্ল্যাট পাঞ্চ-হোল ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। এই ফোনে আইপীএস এলসিডি প্যানেল দিয়ে তৈরি 6.72 ইঞ্চির বড় স্ক্রিনে 120হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
- প্রসেসর: প্রসেসিঙের জন্য Moto G35 5G স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 14 এবং কোম্পানির পারসনালাইসড হ্যালো ইউআই সহ লঞ্চ করা হবে। এই ফোনে নতুন Unisoc T760 চিপসেট দেওয়া হবে। জুলাই মাসে ভারতে এই ইউনিসোক প্রসেসর লঞ্চ করা হয়েছিল। এটি প্রসেসর 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.2GHz ক্লক স্পীডযুক্ত Cortex A76 এবং A55 কোর রয়েছে।
- স্টোরেজ: কোম্পানির পক্ষ থেকে Moto G35 5G স্মার্টফোনটি 4GB RAM এবং 128GB ও 256GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হবে। দুটি স্টোরেজ ভেরিয়েন্টে 1TB পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করা যাবে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Moto G35 5G ফোনের রেয়ার প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে। জানিয়ে রাখি এই ফোনে OIS সাপোর্ট থাকবে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Moto G35 5G ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 5,000এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।