ভারতে লঞ্চের আগেই দেখে নিন Moto G35 5G ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস

যারা কম দামে 5জি স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য আগামী সপ্তাহে মোটোরোলার নতুন Moto G35 5G স্মার্টফোন ভারতে লঞ্চ হতে চলেছে। এই লো বাজেট স্মার্টফোনটি স্টাইলিশ লুক, অসাধারণ ফিচার এবং শক্তিশালী স্পেসিফিকেশন সহ পেশ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং লো বাজেট ফোনের ফিচার এবং সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে।

Moto G35 5G এর লঞ্চ ডেট

10 ডিসেম্বর Moto G35 5G স্মার্টফোনটি ভারতে লঞ্চ হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের মাধ্যমে 10 ডিসেম্বর দুপুর 12টা সময়ে ফোনের দাম এবং সেল ডেট সম্পর্কে জানানো হবে। জানিয়ে রাখি শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে Moto G35 5G ফোনের লঞ্চ ঘোষণা দেখা যাবে।

Moto G35 5G এর দাম

Moto G35 5G স্মার্টফোনটি ভারতে 4GB RAM ও 128GB স্টোরেজ সহ লঞ্চ করা হবে। এই ফোনটি 15 হাজার টাকা বাজেট রেঞ্জে পেশ করা হতে পারে এবং Moto G35 5G ফোনের দাম 14,999 টাকা রাখা হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে অফার সহ এই ফোনের দাম 12 হাজার টাকা পর্যন্ত হতে পারে।

Moto G35 5G এর কালার

এই Moto G35 5G ফোনটি Vegan Leather Design সহ লঞ্চ করা হবে। শপিং সাইট ফ্লিপকার্টে Moto G35 5G ফোনটি লাল, সবুজ এবং কালো মতো তিনটি কালার অপশনে দেখা গেছে। ভারতে এই ফোনটি Leaf Green, Guava Red এবং Midnight Black মতো কালার অপশনে সেল করা হতে পারে।

Moto G35 5G এর স্পেসিফিকেশন

  • 6.7″ FHD+ 120Hz Display
  • Unisoc T760 Processor
  • 4GB RAM + 128GB storage
  • 50MP Dual Rear Camera
  • 16MP Selfie Camera
  • 20W 5,000mAh Battery

ডিসপ্লে

Moto G35 5G ফোনে 6.72-ইঞ্চির রাউন্ড এজ সহ ফ্ল্যাট পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটিতে LTPS LCD প্যানেল দিয়ে তৈরি 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.72 ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশরেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 1000nits ব্রাইটনেস সাপোর্ট করে। এতে Vison booster এবং Water Touch ফিচার সহ Gorilla Glass 3 প্রোটেকশন যোগ করা হয়েছে।

প্রসেসর

Moto G35 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং হ্যালো ইউআই সহ পেশ করা হবে। প্রসেসিঙের জন্য এই ফোনে 6 ন্যানোমিটার প্রসেসে তৈরি Unisoc T760 প্রসেসর যোগ করা হবে। এই চিপসেটে 2.0Ghz ক্লক স্পীডযুক্ত চার Cortex A55 কোর এবং 2.2GHz ক্লক স্পীডযুক্ত Cortex A76 কোর রয়েছে। জানিয়ে রাখি এই ফোনে 1 বছরের ওএস আপগ্রেড এবং 2 বছরের সিকিউরিটি আপগ্রেড পাওয়া যাবে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য ফোনে Mali G57 MC4 জিপিইউ থাকবে।

স্টোরেজ

Moto G35 5G ফোনটি 4GB RAM সহ লঞ্চ করা হবে। RAM Boost ফিচার থাকবে, যা ফোনের ফিজিক্যাল RAM ও 8GB পর্যন্ত ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 12GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে। এই ফোনটি LPDR4x RAM ফিচার সহ কাজ করবে। Moto G35 5G ফোনটিতে 128GB ইন্টারনাল স্টোরেজ থাকবে। একইসঙ্গে মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করবে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Moto G35 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হবে। এই ফোনের ব্যাক প্যানেলে এফ/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে, যা PDAF এবং কোয়াড পিক্সেল ফিচার সহ কাজ করবে। একইভাবে এই সেটআপে এফ/2.2 অ্যাপারচার এবং 120.2 এফওবিযুক্ত 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ফিক্সড ফোকাল দেওয়া হবে। একইভাবে এই ফোনে সেলফি ও ভিডিও কলের জন্য এফ/2.4 অ্যাপারচারযুক্ত 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Moto G35 5G ফোনে 20 ওয়াট ফাস্ট চার্জিং ও ইউএসবি টাইপ সি পোর্ট সহ 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

5জি

Moto G35 5G ফোনে 12 5G Bands সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী 5জি ফোন হতে চলেছে। এই ফোনে n1, n3, n5, n7, n8, n20, n28, n38, n40, n41, n77 এবং n78 5G NR band দেওয়া হবে, যা রিলায়েন্স জিও এবং এয়ারটেল নেটওয়ার্কে ফাস্ট ইন্টারনেট পাওয়া যাবে।

Moto G35 5G এর ফিচার

  • Moto G35 5G ফোনে Dolby Atmos Dual Stereo স্পিকার সাপোর্ট করবে।
  • এই 5জি স্মার্টফোনের ওজন 185 গ্রাম এবং থিকনেস 7.79mm হবে।
  • জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP52 রেটিং দেওয়া হবে।
  • Moto G35 5G ফোনে 4 Carrier Aggregation থাকবে, যা ইন্টারনেট কানেক্টিভিটি আরও ভালো করতে সাহায্য করবে।
  • কানেক্টিভিটির জন্য এই ফোনে Bluetooth 5.0, 5GHz Wi-Fi এবং Wi-Fi hotspot পাওয়া যাবে।
  • সিকিউরিটির জন্য ফোনে ফেস আনলক ফিচার এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে।
  • এই ফোনে 3.5mm হেডফোন জ্যাক সহ FM Radio সাপোর্ট করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here