12GB RAM, 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Moto G84 5G, জেনে নিন দাম

Highlights

  • Moto G84 5G ফোনে 6.55 ইঞ্চির pOLED ডিসপ্লে আছে।
  • এতে 12GB RAM + 256GB স্টোরেজ দেওয়া হয়েছে।
  • শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোন সেল করা হবে।

মোটোরোলা তাদের 5G স্মার্টফোনের পোর্টফোলিও আরও শক্তিশালী করার জন্য Moto G84 5G স্মার্টফোন লঞ্চ করেছে। 12GB RAM, 50MP ক্যামেরা, pOLED স্ক্রিন এবং স্ন্যাপড্রাগন 695 ছাড়াও এই বাজেট রেঞ্জের ফোনে রয়েছে বেশ কিছু অসাধারণ ফিচার। চলুন তবে বিস্তারিত জেনে নেওয়া যাক Moto G84 5G এর দাম, সেল, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে। আরও পড়ুন: সামনে এল রোলেবল কনসেপ্ট স্মার্টফোন Tecno Phantom Ultimate, জেনে নিন বিশেষত্ব

Moto G84 5G এর দাম এবং সেল

Moto G84 5G ফোনটি 12GB RAM + 256GB স্টোরেজ সহ মাত্র 19,999 টাকা দামে পেশ করা হয়েছে। শপিং সাইট ফ্লিপকার্টে এই ফোনটি লিস্টেড করে দেওয়া হয়েছে। আগামী 8 সেপ্টেম্বর থেকে এই ফোনের সেল শুরু হবে। কোম্পানি লঞ্চ অফার হিসাবে এই ফোনটি কেনার সময় আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যাবহার করলে এক হাজার টাকার ডিসকাউন্ট দিচ্ছে।

Moto G84 5G এর ডিজাইন

  • Moto G84 5G ফোনটিতে ফ্ল্যাট ডিজাইন দেওয়া হয়েছে। এর ডিসপ্লেতে পাঞ্চ হোল কাটআউট রয়েছে।
  • ফোনের ব্যাক প্যানেলে স্কোয়ার শেপের ক্যামেরা মডিউল রয়েছে। এতে দুটি সার্কুলার ক্যামেরা কাটআউত এবং একটি ফ্ল্যাশ যোগ করা হয়েছে। এর সঙ্গে 50 মেগাপিক্সেলের OIS ক্যামেরার ব্র্যান্ডিং রয়েছে।
  • ফোনটির ব্যাক প্যানেলে মাঝ বরাবর মোটোরোলার ব্র্যান্ডিং অবস্থিত।
  • এই ফোনটি ভিভা ম্যাজেন্টা, মার্শম্যালো ব্লু এবং মিডনাইট ব্লু কালারে সেল করা হবে।

Moto G84 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Moto G84 5G ফোনটিতে 6.55 ইঞ্চির 10 বিট pOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 120hz রিফ্রেশরেট, 1300 নিটস্ পীক ব্রাইটনেস এবং এইচডিআর10+ সাপোর্ট করে।
  • প্রসেসর: ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসরে রান করে। অর্থাৎ বাজেট রেঞ্জের এই ফোনটি সুন্দর গেমিং কোয়ালিটি এবং দুর্দান্ত পারফরমেন্স দিতে সক্ষম।
  • স্টোরেজ: েই ফোনে 12GB RAM + 256GB স্টোরেজ যোগ করা হয়েছে।
  • ক্যামেরা: Moto G84 5G তে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে কোম্পানি অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্টেড 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে ভিডিও কল এবং সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: এই ফোনে দীর্ঘমেয়াদি 5000mAh ব্যাটারি এবং 30W টার্বো পাওয়ার চার্জিং ফিচার রয়েছে।
  • অন্যান্য: এই ফোনে 5G কানেক্টিভিটির জন্য 14 ব্যান্ড 5G সাপোর্ট, ওয়াইফাই, ব্লুটুথ ও জিপিএসের মতো প্রয়োজনীয় ফিচার দেওয়া হয়েছে।
  • অপারেটিং সিস্টেম: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here