প্রকাশ্যে এল Moto G85 5G ফোনের রেন্ডার, থাকতে পারে কার্ভ স্ক্রিন

Motorola এর আপকামিং G-সিরিজের Moto G85 5G ফোনটি সম্পর্কে ক্রমাগত লিক এবং সারটিফিকেশন সামনে আসছে। এবার লঞ্চের আগে এই ফোনের রেন্ডার প্রকাশ্যে এসে গেছে। এতে এই ফোনে কার্ভ ডিসপ্লে এবং আগের ফোনের চেয়ে আলাদা লুক দেখা গেছে। এই ফোনটি শীঘ্রই বাজারে লঞ্চ কড়া হবে বলে আশা কড়া হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া জ্যাক এই ফোনের সম্ভাব্য ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

Moto G85 5G এর রেন্ডার (লিক)

  • নিচে শেয়ার কড়া স্লাইড অ্যালবামে দেখা যাচ্ছে, আপকামিং Moto G85 5G ফোনটির ডিজাইন আগের G84 মডেলের চেয়ে আলাদা হবে। এতে ফ্ল্যাট ডিসপ্লের বদলে কার্ভ ডিসপ্লে দেখা গেছে।
  • আপকামিং Moto G85 5G ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেখা গেছে। এতে OIS ফিচার সহ 50MP প্রাইমারি সেন্সর থাকবে বলে আশা কড়া হচ্ছে।
  • এই ফোনের নিচের প্যানেলে স্পিকার গ্রিল, USB টাইপ সি পোর্ট, সিম ট্রে এবং মাইক্রোফোন রয়েছে। একইভাবে ফোনটির ওপরের প্যানেলে নয়েস ক্যানসেলেশন মাইক্রোফোন এবং ডলবি অ্যাটমস দেখা গেছে।
  • ফোনটির ডানদিকের প্যানেলে পাওয়ার বাটন এবং ভলিউম রকার বাটন দেওয়া হবে। এই পাওয়ার বাটনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই, ফলে এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।

Moto G85 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Moto G85 5G ফোনের রেন্ডার অনুযায়ী এই ফোনে কার্ভ OLED ডিসপ্লে থাকতে পারে। তবে এখনও পর্যন্ত স্ক্রিন সাইজ সম্পর্কে কিছু জানা যায়নি।
  • প্রসেসর: কিছু দিন আগে এই ফোনটি গীকবেঞ্চে দেখা গিয়েছিল। এই লিস্টিং অনুযায়ী এই ফোনে Qualcomm Snapdragon 4 Gen 3 চিপসেট থাকতে পারে। জানিয়ে রাখি এই প্রসেসর এখনও পর্যন্ত বাজারে লঞ্চ হয়নি।
  • স্টোরেজ: রিপোর্ট অনুযায়ী এই ফোনে 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে।
  • ওএস: Moto G85 5G ফোনটি Android 14 সহ পেশ করা হতে পারে।

Moto G85 5G এর দাম (লিক)

ইউরোপের একটি রিটেইলার ওয়েবসাইটে কিছু দিন আগে Moto G85 5G ফোনটি দেখা গিয়েছিল। এখান থেকে জানা গিয়েছে এই ফোনটি €300 অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 26,900 টাকা দামে লঞ্চ করা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here