মোটোরোলা হোম মার্কেট চীনে তাদের এস-সিরিজের অধীনে নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে Motorola Moto S50 স্মার্টফোন পেশ করেছে। এই ফোনটিতে 12GB RAM, 50 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 চিপসেট, 68ওয়াট ফাস্ট চার্জিং, IP68 রেটিং এর মতো বিভিন্ন ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Motorola Moto S50 স্মার্টফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে।
Moto S50 এর স্পেসিফিকেশন
- 6.36 ইঞ্চির ডিসপ্লে
- 120Hz রিফ্রেশ রেট
- ডায়মেনসিটি 7300 চিপসেট
- 12GB RAM+512GB স্টোরেজ
- 50MP+13MP+10MP রেয়ার ক্যামেরা
- 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
- 4310mAh ব্যাটারি
- 68ওয়াট ফাস্ট চার্জিং
- IP68 রেটিং
ডিসপ্লে: Moto S50 স্মার্টফোনটিতে LTPO প্যানেল দিয়ে তৈরি 6.36 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 3000নিটস ব্রাইটনেস রয়েছে।
প্রসেসর: প্রসেসিঙের জন্য Motorola Moto S50 ফোনটিতে 2.5GHz হাই ক্লক স্পীডযুক্ত ডায়মেনসিটি 7300 প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসারের মাধ্যমে ভালো পারফরমেন্স পাওয়া যাবে।
স্টোরেজ: নতুন Moto S50 ফোনটিতে 12GB পর্যন্ত LPDDR4X RAM এবং 512GB পর্যন্ত UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
ক্যামেরা: এই ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা লেন্স Sony IMX896 অপ্টিকল ইমেজ স্টেবলাইজেশন ফিচার সহ 13 মেগাপিক্সেল ম্যাক্রো ফিচারযুক্ত আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 3X অপ্টিকল জুম সহ 10 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Moto S50 ফোনটিতে 68ওয়াট ফাস্ট চার্জিং এবং 15ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 4310mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী মাত্র 13 মিনিটে 50 শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যায়।
অন্যান্য: Moto S50 ফোনটিতে জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং, এনএফসি সাপোর্ট, সিকিউরিটির জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং গোরিলা গ্লাস প্রোটেকশন এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে।
ওএস: অপারেটিং সিস্টেম হিসেবে Moto S50 ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং হ্যালো ইউআই সহ কাজ করে।
Moto S50 এর দাম
- Motorola Moto S50 স্মার্টফোনটি দুটি স্টোরেজ অপশন সহ চীনে লঞ্চ করা হয়েছে।
- ফোনটির 12GB RAM+256GB স্টোরেজ অপশনের দাম 2,199 ইউয়ান অর্থাৎ প্রায় 26,000 টাকা রাখা হয়েছে।
- টপ মডেল 12GB RAM +512GB স্টোরেজ ভেরিয়েন্ট 2,499 ইউয়ান অর্থাৎ প্রায় 29,500 টাকা দামে পেশ করা হয়েছে।
- এই ফোনটি পার্সিমন অরেঞ্জ, ফ্লোরা ব্লু এবং লাটে এর মতো তিনটি কালার অপশনে পেশ করা হয়েছে।