স্মার্টফোন কোম্পানি Samsung নিজের M-সিরিজে Galaxy M21 গত বছর সেপ্টেম্বরে 7,000 এমএএইচ ব্যাটারীর সাথে পেশ করেছিল যা সর্বপ্রথম আর সবচেয়ে বড়ো ব্যাটারীর ফোন ছিল। এখনো পর্যন্ত স্যামসাং ইন্ডিয়ার ফোনেই 7,000mAh এর ব্যাটারী ছিল। আবার এখন Transsion এর কোম্পানি Tecno ইন্ডিয়াতে Tecno Pova 2 স্মার্টফোন অফিসিয়ালি লঞ্চ করে দিয়েছে। এই ফোনে 7,000mAh এর ব্যাটারী দেওয়া হয়েছে। কোম্পানির ইচ্ছা নতুন ফোনের সাথে আকর্ষক দামে ভালো ব্যাটারী লাইফ আর স্পীডের ডিভাইস ইউজার্সদের কাছে উপলব্ধ করা। আসুন আগে আপনাকে জানাই টেক্নো পোভা 2 এর দাম, স্পেসিফিকেশন্স আর ফিচার্স সম্পর্কে সবকিছু।
Tecno Pova 2 এর ব্যাটারী
ফোনে দেওয়া 7,000mAh ব্যাটারী 18 ওয়াট ডুয়াল IC ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দাবি ব্যাটারী দিয়ে 46 দিন পর্যন্ত স্ট্যান্ডবাই, 233 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক আর 49 ঘন্টা পর্যন্ত কলিং টাইম পাওয়া যাবে।
Tecno Pova 2 এর ক্যামেরা
ফোটোগ্রাফির জন্য ফোনে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া আছে। এছাড়া 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সরও আছে। হ্যান্ডসেটে 8 মেগাপিক্সেলের ডট-ইন AI সেল্ফি ক্যামেরা পাওয়া যাবে। ক্যামেরা টাইম-ল্যাপ্স, আই অটো ফোকাস, ভিডিও বুকেহ এর মতো মোড সাপোর্ট করে।
Tecno Pova 2 এর স্পেসিফিকেশন্স
Tecno Pova 2 তে 6.95 ইঞ্চির ফুলএইচডি+ ডট-ইন ডিসপ্লে দেওয়া আছে। এছাড়া হ্যান্ডসেটে হাই-পারফরম্যান্স এর জন্য মিডিয়াটেকের হেলিয়ো জী85 অক্টাকোর প্রসেসর দেওয়া আছে। এইটুকুই না এই প্রসেসরকে কোম্পানি ইন-বিল্ট হাইপার ইঞ্জিন গেমিং টেক্নোলজির সাথে পেশ করেছে।
টেক্নোর এই ফোনটি 4 জিবি র্যাম এবং 64 জিবি স্টোরেজ আর 6 জিবি র্যাম এবং 128 জিবি ইনবিল্ট স্টোরেজে পাওয়া যাবে। স্টোরেজকে মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যাবে। টেক্নো পোভা 2 তে সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে। ফোনে ফেস আনলক ফিচারও আছে। ফোনে গেম স্পেস 2.0, গেম ভয়েস চেঞ্জি, সিস্টেম টার্বো 2.0 এর মতো ফিচার্সও আছে।
Tecno Pova 2 এর প্রাইস আর সেল
POVA 2 ফোনের 4 জিবি র্যাম এবং 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 10,499 টাকা আর 6 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টকে 12,499 টাকায় লঞ্চ করা হয়েছে। মনে রাখবেন যে এই দাম লিমিটেড পিরিয়ড পর্যন্তই পাওয়া যাবে। লিমিটেড পিরিয়ড লেষ হওয়ার পরে হ্যান্ডসেট যথাক্রমে 10,999 টাকা আর 12,999 টাকায় উপলব্ধ হবে। স্মার্টফোনকে ডেজল ব্ল্যাক, পোলার সিল্ভার আর এনার্জি ব্লু কালারে কেনা যেতে পারে। স্মার্টফোনটিকে 5 আগস্ট থেকে বিক্রির জন্য উপলব্ধ করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন