প্রকাশ্যে এল Motorola Edge 60 Fusion ফোনের ভারতীয় লঞ্চ ডেট এবং স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

সম্প্রতি ভারতে Motorola তাদের নতুন Edge Fusion সিরিজের স্মার্টফোন লঞ্চ টিজ শুরু করেছে। তাই শীঘ্রই কোম্পানির পক্ষ থেকে Motorola Edge 60 Fusion ফোনটি লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। এবার অফিসিয়ালি এই বিষয়ে জানানোর আগেই আপকামিং Motorola ফোনের লঞ্চ ডেট এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।

Motorola Edge 60 Fusion এর ভারতীয় লঞ্চ ডেট, স্পেসিফিকেশন (লিক)

  • টিপস্টার অভিষেক যাদব তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্টের মাধ্যমে জানিয়েছে 2 এপ্রিল Motorola Edge 60 Fusion ফোনটি ভারতে লঞ্চ করা হবে। তাঁর বক্তব্য অনুযায়ী 9 এপ্রিল থেকে প্রথম সেল শুরু হবে।
  • লিক অনুযায়ী Edge 60 Fusion ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.7 ইঞ্চির কোয়াড কার্ভ AMOLED ডিসপ্লে দেওয়া হবে।
  • এই ফোনটিতে 4nm ফেব্রিকেশনে তৈরি TSMC এর MediaTek Dimensity 7400 SoC চিপসেট দেওয়া হবে। এই চিপসেটে চারটি Cortex A78 কোর (2.60GHz) এবং চারটি Cortex A55 কোর (2.0GHz) রয়েছে। গ্রাফিক্সের জন্য ফোনটিতে Mali G615 GPU দেওয়া হতে পারে।
  • ফোনটিতে 50MP Sony LYT 700 প্রাইমারি ক্যামেরা এবং 13MP সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হতে পারে। লিক হওয়া রেন্ডারের মাধ্যমে ফোনটিতে তিনটি কাটআউট দেখা গেছে। ফলে ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে। একইভাবে সেলফির জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।
  • পাওয়ার ব্যাকআপের ফোনটিতে 5500mAh বড় ব্যাটারি থাকবে বলে জানা গেছে।
  • টিপস্টারের বক্তব্য অনুযায়ী Motorola Edge 60 Fusion ফোনে MLT 810 STD মিলিটারি গ্রেড সার্টিফিকেশন এবং জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP69 রেটিং ফিচার থাকবে।

আমাদের ইন্ডাস্ট্রির সোর্সের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Motorola Edge 60 Fusion ফোনটি 8GB + 256GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হবে। এই ভেরিয়েন্টের দাম EUR 350 (অর্থাৎ প্রায় 33,100 টাকা) হবে। তবে এর আগের মডেল ভারতে 25,000 টাকার কমে লঞ্চ করা হয়েছিল। লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা অফিসিয়াল রেন্ডার অনুযায়ী Edge 60 Fusion ফোনটি ব্লু, পিঙ্ক এবং পার্পল কালার অপশনে পেশ করা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here